দক্ষিণ 24 পরগনা, 4 জুন: ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠা । বয়স বাড়লেও তাঁদের সম্পর্কে ছেদ পড়েনি । তিন ভাইয়ের স্বপ্ন ছিল মিলেমিশে সংসারের উন্নতি করা । লক্ষ্য ছিল নুন আনতে পান্তা ফুরনোর সংসারে সকলের মুখে হাসি ফোটানো । তাই একসঙ্গে তাঁরা ভিনরাজ্যে কাজ করতে যেতেন । এবারও অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা বদলে দিয়েছে সব কিছু । একসঙ্গে প্রাণ হারিয়েছে তিন ভাই । একই পরিবারের তিন সদস্য-সহ পাঁচজনের মৃত্যুতে শোকে ভাসছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী । হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েন সম্পর্কে তাঁরা একে অপরের ভাই । তাঁরা সকলেই দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বাসিন্দা । অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন । যদিও এই প্রথমবার নয় । এর আগেও একাধিকবার ভিনরাজ্যে কাজে গিয়েছেন তিনজন । কিন্তু শুক্রবার ঘটল বিপত্তি । আজীবনের জন্য ছেদ পড়ে গেল ৷
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁদের । বাড়ির পুরুষ সদস্যদের মৃত্যুতে শোকের ভাসছেন স্ত্রী-রা । রবিবার নিথর দেহ এসে পৌঁছয় বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার । ওই তিন ভাই ছাড়াও বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দু'জনের মৃত্যু হয়েছে । তাঁরা হলেন বিকাশ ও সঞ্জয় হালদার । বাসন্তীর পাশাপাশি মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তির সরিষাপাড়ার বাসিন্দা আশিক আলি গাজিরও (21) মৃত্যু হয়েছে । তিনি দর্জির কাজ করতেন ।