ক্যানিং, 18 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার ক্যানিং বিধানসভায় তৃণমূলে ভাঙন। প্রায় 500 কর্মী নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের ক্যানিং 1 নম্বর ব্লকের সহ-সভাপতি অর্ণব রায় যোগদান করলেন বিজেপিতে । রবিবার কলকাতায় গিয়ে তিনি বিজেপিতে যোগ দেন ৷ আর তাঁর দল পরিবর্তনের কথা চাউর হতেই অর্ণবের কলকাতা যাওয়ার আগেই তাঁর অনুগামীরা তৃণমূল কার্যালয়ের বোর্ড সরিয়ে বিজেপির দলীয় প্রতীক দেওয়া বোর্ড লাগিয়ে দেন ৷ দিনের আলোয় এভাবে দলীয় অফিসের ভোল বদলের ঘটনায় অস্বস্তিতে শাসকদল ৷
তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্ণব রায় - অর্ণবের ফের দলবদল
আবার দল পালটে ফেললেন অর্ণব রায় ৷ কংগ্রেস থেকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ জেলা তৃণমূল কংগ্রেসের ক্যানিং 1নম্বর ব্লকের সহ-সভাপতি পদে থাকার সময়েই তিনি ফের তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন ৷
![তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্ণব রায় Arnab Roy joined bjp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10281351-40-10281351-1610946127435.jpg)
অর্ণবের দল বদল অবশ্য এবার প্রথম নয় ৷ তিনি প্রথমে কংগ্রেসের এআইসিসির সদস্য থাকার সময়ে জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে যোগদান করেন। রবিবার তিনি দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন। অর্ণবের সঙ্গে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন সদস্যও বিজেপিতে যোগ দেন। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা অন্য দলে চলে যাওয়ায় কার্যত অস্বস্তির মুখে তৃণমূল।
সদ্য বিজেপিতে যাওয়া অর্ণব রায় বলেন, ক্যানিং বিধানসভায় কাজ করার সুযোগ পাচ্ছেন না ৷ সাধারণ মানুষকে কোনওরকম সাহায্য করতে পারছেন না ৷ তাই সাধারণ মানুষের কাজ করার জন্য দল পরিবর্তনের সিদ্ধান্ত । অর্ণব রায়ের দল পরিবর্তনে কোনওরকম ক্ষতি হবে না বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের ।