পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arms Recovered At Kultali : পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1

কয়েকমাস আগেও পোলট্রি ব্যবসা করে চলত সংসার ৷ তারপর হঠাৎ বাড়িতেই অস্ত্র তৈরি ৷ কিন্তু কেন ? উত্তর খুঁজছে কুলতলি থানা ও বারুইপুর পুলিশ জেলা (Arms Recovered At Kultali) ৷

kultali
কুলতলি থেকে অস্ত্র উদ্ধার

By

Published : Apr 22, 2022, 7:57 PM IST

কুলতলি, 22 এপ্রিল : অস্ত্র কারখানার হদিশ এবার কুলতলিতে (Arms Recovered At Kultali) ৷ গ্রেফতার এক ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম (Arms Factory Found at Kultali Arrest 1)। সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ অভিযান চালায় কুলতলি থানার আন্ধারিয়া এলাকায় ৷


সেখানে মহিউদ্দিন সরদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে 8টি ওয়ান শটার বন্দুক, 3টি লং পাইপগান ও প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । শুক্রবার এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ''ধৃত অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন সরদার আগে পোলট্রির ব্যবসা করত । বিগত ছ'মাস ধরে সে এই অস্ত্রের কারবার করতে শুরু করে ৷ হঠাৎ সে কেন এই অস্ত্রের কারবার শুরু করল, কোথা থেকে শিখল অস্ত্র তৈরি করা, আর কোথায় বা বিক্রি করত তা জানতে চাওয়ার জন্য পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে ৷'' ধৃতের বিরুদ্ধে 25/27 নং ধারায় মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ । শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ৷

কুলতলি থেকে অস্ত্র উদ্ধারে যা বললেন অতিরিক্ত পুলিশ সুপার

আরও পড়ুন :Illegal Arms Factory: জীবনতলায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ, অস্ত্র-সহ ধৃত 1

ABOUT THE AUTHOR

...view details