পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে অস্ত্র কারখানার হদিশ কুলতলিতে

বাড়ির বাইরে চলত এমব্রয়ডারির কাজ। ভিতরে অস্ত্র তৈরির কারখানা।

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম

By

Published : Mar 13, 2019, 4:44 AM IST

কুলতুলি, ১৩ মার্চ: ভোটের আগে কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পর্কে তারা বাবা ও ছেলে। ধৃতরা হল আবদুল কাহার লস্কর ও আবদুল রউফ লস্কর। কুলতলির কুন্দখালি গোদাবার পঞ্চায়েতের নাপিতখালি এলাকার ওই বাড়িতে এমব্রয়ডারির কাজের আড়ালে চলত অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানা। মুঙ্গের থেকে আনা হত সরঞ্জাম।

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ যৌথ উদ্যোগে নাপিত খালি গ্রামে হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায় আবদুল কাহারের বাড়ির বাইরে এমব্রয়ডারির কাজ চলছে। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে অস্ত্র তৈরির কথা অস্বীকার করে তারা। শুরু হয় তল্লাশি। এরপরই বাড়ি থেকে ৩টি সিঙ্গল ব্যারেল লং পাইপগান, ৩টি একনলা বন্দুক, ২টি অসম্পূর্ণ বন্দুক, ১৪৬ রাউন্ড কার্তুজ, ৫৫ রাউন্ড খালি গুলির খোল, ৬টি ছোটো পাইপগান, ১৮টি ছোটো পাইপগান তৈরির ব্যারেল, দুটি বন্দুকের বাঁট, ২টি ড্রিল মেশিন, ২টি পালিশের মেশিন, ১টি লেদ মেশিন, হাতুড়ি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।

ABOUT THE AUTHOR

...view details