দলের দায়িত্ব ছাড়তে চাইলেন আরাবুল ভাঙড়, 13 জুলাই:অভিমান নাকি, আনুগত্য ? ভোট মিটতেই দায়িত্ব ছাড়তে চেয়ে জল্পনা বাড়ালেন ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম ৷ পঞ্চায়েত ভোটের শিরোনামে বার বার উঠে এসেছে ভাঙড় ৷ নাম এসেছে আরাবুলেরও ৷ আর যা নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী ৷ আরাবুল হারলেও তিনি কিছু বলেননি বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার পালটা আরাবুল জানিয়ে দিলেন, দল যদি তাঁর জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেয়, তা তিনি মেনে নিতে প্রস্তুত ৷
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের সময় থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ মৃত্যু হয়েছে তৃণমূল-আইএসএফের বেশ কয়েকজন কর্মীর ৷ প্রকাশ্যে দেদার চলেছে গুলি-বোমা ৷ এমনকী খোদ রাজ্যপালের নিরাপত্তাকর্মীকে দেখা গিয়েছিল হাতে করে বোমা সরাতে ৷ তারপরও অবশ্য পালটায়নি চিত্রটা ৷ ভোটের দিন, গণনরা দিনও মৃত্যু দেখেছে ভাঙড় ৷ আর প্রতি ক্ষেত্রেই নাম জড়িয়েছিল সপুত্র আরাবুল ইসলামের ৷ এবার সেই আরাবুলই দায়িত্ব ছাড়তে চাইলেন ৷ বৃহস্পতিবার আরাবুল স্পষ্টতই বলেন, "ভাঙড়ের দায়িত্ব যদি কেউ নিতে চায়, তাহলে আমি তাঁকেই সমর্থন করব ৷" আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা ৷
নিজের বুথে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারেননি আরাবুল। যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, আরাবুল হেরে গিয়েছে ৷ শান্তির স্বার্থে তাও তিনি কিছু বলেননি ৷ এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল আরাবুলের গলায় ৷ কার্যত ভাঙড়ের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছেন দাপুটে এই তৃণমূল নেতা। এদিন ভাঙড় দু'নম্বর ব্লকের হাতিশালার এক দলীয় বৈঠকে শীর্ষ নেতৃত্বের সামনে এমনই প্রস্তাব রেখেছেন আরাবুল ইসলাম। তিনি বলেন, "গণনা কেন্দ্রের মধ্যে সন্ত্রাস চোখের সামনে দেখেছি। আইএসএফ কর্মী সমর্থকদের একটাই উদ্দেশ্য ছিল আরাবুলকে খুন করা। কীভাবে সেই সন্ত্রাসের হাত থেকে শওকত মোল্লা বাঁচিয়েছেন আমাদের, আমি নিজে জানি। আমি চাই ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লার হাতে থাকুক ৷ ভাঙড়ের মানুষ এমন সন্ত্রাস দেখেননি। এখানকার মানুষ শান্তিপ্রিয় ৷ ভাঙড়ে শান্তি ফিরে আসুক।"
আরও পড়ুন:হাওড়া-হুগলি-উত্তর 24 পরগনার কিছু বুথে ভোট বাতিল, হবে ফের নির্বাচন; জানাল কমিশন
পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি ভাঙড় বিধানসভার তৃণমূলের অবজার্ভার হিসাবে দায়িত্ব পেয়েছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। সেই শওকাত মোল্লার কাছে এবার দলের ভালোর জন্য ভাঙড়ের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। শীর্ষ নেতৃত্বের কাছে এমনই দাবি জানালেন ভাঙড় বিধানসভার দাপুটে এই তৃণমূল নেতা ৷