পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেহালায় উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ - পর্ণশ্রী থানা

আজ সকালে হঠাৎই এলাকার লোকেরা পুকুরে কিছু ভাসতে দেখে ৷ স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেয় পর্ণশ্রী থানার পুলিশকে ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেখে ভেসে থাকা বস্তুটি আসলে একটি মৃতদেহ ৷ এরপর দেহটি উদ্ধার করলে দেখা যায় তা একজন মহিলার দেহ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Apr 13, 2021, 6:41 PM IST

বেহালা, 13 এপ্রিল : বেহালা পর্ণশ্রী পল্লীর একটি পুকুর থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ৷ খবর পেয়ে নিজের পাড়ায় আসেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷

আজ সকালে হঠাৎই এলাকার লোকেরা পুকুরে কিছু ভাসতে দেখে ৷ স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা খবর দেয় পর্ণশ্রী থানার পুলিশকে ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেখে ভেসে থাকা বস্তুটি আসলে একটি মৃতদেহ ৷ এরপর দেহটি উদ্ধার করলে দেখা যায় তা একজন মহিলার দেহ ৷

দেহটি পুরো পচে যাওয়ার কারণে এই মহিলাকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ৷ পর্ণশ্রী থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিমও ৷ দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন :ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত 2

ABOUT THE AUTHOR

...view details