পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাতর্ভ্রমণে বেড়িয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের - ট্রেনের ধাক্কায় মৃত বৃদ্ধ

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের । কাকদ্বীপ ব্লকের হারউড পয়েন্টের কোস্টাল থানা এলাকার ঘটনা। তাঁর নাম সুরঞ্জন দাস(85) ৷ তিনি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অক্ষয়নগর শিবপুরের বাসিন্দা ছিলেন ।

ট্রেনের ধাক্কায় মৃত্যু

By

Published : Nov 13, 2019, 4:22 PM IST

কাকদ্বীপ, 13 নভেম্বর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের ৷ আজ সকালে কাকদ্বীপ ব্লকের হারউড পয়েন্টে কোস্টাল থানা এলাকার ঘটনা ৷ স্থানীয়রা রেল লাইনের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখেন ৷ মৃতের নাম সুরঞ্জন দাস(85) ।

সুরঞ্জনবাবু স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অক্ষয়নগর শিবপুরের বাসিন্দা ছিলেন ৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থানে এসে দেহটি সনাক্ত করে । পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷


পরিবার সূত্রের খবর, সুরঞ্জনবাবু প্রতিদিন প্রাতর্ভ্রমণে বের হতেন ৷ প্রাতর্ভ্রমণের সময় তিনি যখন রেললাইন পার হচ্ছিলেন, তখন শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন আসছিল ৷ তখন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর । ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।

ABOUT THE AUTHOR

...view details