পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্ল্যাটের সামনে জমা জল, নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বৃদ্ধ - Death

নরেন্দ্রপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ তিনি অর্ডন্যান্স ফ্যাক্টরির প্রাক্তন কর্মী ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 18, 2019, 1:48 PM IST

Updated : Aug 18, 2019, 2:23 PM IST

সোনারপুর, 18 অগাস্ট : রাস্তার আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ তাঁর নাম বংশীবদন সাহা (71) । ঘটনাটি নরেন্দ্রপুরের সোনারগাঁ কৌনিক সোসাইটির ৷

বৃষ্টির জেরে সোনারগাঁ কৌনিক সোসাইটি এলাকায় জল জমেছিল ৷ গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে আলো জ্বালাতে যান অর্ডন্যান্স ফ্যাক্টরির প্রাক্তন কর্মী বংশীবদন ৷
লাইট পোস্টের সুইচে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি ৷ চিৎকার শুনে সেখানে আসেন তাঁর স্ত্রী ছায়া ৷ জলে নামতে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন ৷ দু'জনের আর্তনাদ শুনে সেখানে আসেন আফজ়ল হোসেন এক প্রতিবেশী ৷ তিনি ইলেকট্রিশিয়ান ডেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ।

ভিডিয়োয় শুনুন মৃতের স্ত্রীর বক্তব্য

তারপর তাঁদের উদ্ধার করে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন । আজ তাঁর দেহের ময়নাতদন্ত হবে । স্থানীয়দের অভিযোগ, তাঁদের এলাকায় আগে জল জমত না ৷ আশপাশের এলাকা থেকে পাম্প চালিয়ে সেখানে জল ফেলা হয় ৷

Last Updated : Aug 18, 2019, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details