সুন্দরবন, 19 মে : আগামীকাল বিকেলে সুন্দরবনের পাশ দিয়ে যেতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান । আর তাই সতর্কতার জন্য নিজেদের তিনটি ভাসমান বর্ডার পোস্ট (জাহাজ) ও 45টি প্যাট্রল বোটকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিল BSF । ঘূর্ণিঝড়ের পরিস্থিতি বিবেচনার পরই বাংলাদেশ-ভারত সীমান্তে সুন্দরবন এলাকায় ইছামতি নদীর উপর মোতায়েন থাকা এই বর্ডার পোস্ট ও প্যাট্রল বোটগুলি সরিয়ে নেওয়া হয় বলে এক আধিকারিক জানান ।
এই জাহাজগুলি এই অঞ্চলে প্রায় 350 কিলোমিটার নদী সীমান্ত রক্ষার জন্য BSF-র তরফে দক্ষিণ বঙ্গের সীমান্তে ব্যবহার করা হয় । BSF এই অঞ্চলে 930 কিলোমিটারেরও বেশি আন্তর্জাতিক সীমান্তকে সুরক্ষা দেয় । যার মধ্যে সুন্দরবনের 110 কিলোমিটার, নদীর মোহনা, ইছামতি নদী ও পানিতার রয়েছে, যেখানে দুই দেশের জমি ও নদীর সীমান্ত মিলিত হয় ।
ঘূর্ণিঝড় আমফানের পরিস্থিতি বুঝেই তিনটি ভাসমান বর্ডার পোস্ট ও 45টি প্যাট্রল বোটকে নিরাপদ স্থানে সরানো হয়েছে । BSF-র ডেপুটি ইনস্পেক্টর জেনেরাল (দক্ষিণবঙ্গ সীমান্ত) এস এস গুলেরিয়া বলেন, নদীতে যে বাহিনি টহল দিত, তাদের ল্যান্ড বর্ডার পোস্টে নিয়ে যাওয়া হচ্ছে । যতদিন না ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হচ্ছে, ততদিন তাঁরা ল্যান্ড বর্ডার পোস্টেই থাকবেন ।
BSF-র আর এক সিনিয়র আধিকারিক জানান, BSF জওয়ানরা ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (NDRF)-র সঙ্গে সহযোগিতা করছে । 20 মে পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে আমফান যাওয়ার সময় স্থানীয়দের সুরক্ষিত জায়গায় সরানোর জন্য ও উদ্ধারকার্যে স্থানীয় প্রশাসনকেও সাহায্য করবে BSF । "ঘূর্ণিঝড়ের ফলে হওয়া বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত BSF ।"
BSF-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সুন্দরবনে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় জওয়ানদের সজাগ থাকতে বলা হয়েছে এবং আগে থেকেই তাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে । ততক্ষণ পর্যন্ত মোবাইল ভেহকুলার ও হেঁটে টহল দেওয়ার বিষয়টি কার্যকর করা হয়েছে । এই অঞ্চলের মানুষকেও ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য চিহ্নিত মজবুত জায়গায় স্থানান্তরিত করা হবে ।"
ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক্স, রাজমিস্ত্রি ও ইঞ্জিনিয়রদের মতো বিশেষজ্ঞদের একটি দলকেও নদী সীমান্তে প্রেরণ করা হয়েছে, যাতে তারা ক্ষতিগ্রস্থ পরিকাঠামোকে যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করতে সাহায্য করতে পারে বলে জানালেন গুলেরিয়া । তিনি বলেন, "নদী সীমান্ত পোস্টগুলিতে স্যাটেলাইট ফোনও সরবরাহ করা হয়েছে, যাতে যোগাযোগের লিঙ্ক চালু থাকে ।" হাসনাবাদে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ।
BSF-র তরফে জানানো হয়, একদল চিকিৎসক, প্যারামেডিক্স, জীবনদায়ী ওষুধ ও দু'টি অ্যাম্বুলেন্স হাসনাবাদের কন্ট্রোল রুমে রাখা হয়েছে । গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রাস্তায় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে দু'টি স্পিড বোটও তৈরি রাখা হয়েছে, যা অ্যাম্বুলেন্সের কাজ করবে । স্থানীয় মানুষের সুবিধার জন্য কিছু তাঁবু ও আশ্রয়স্থান তৈরি করা হয়েছে ।