পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষমতায় এলে 4 লাখ মৎস্যজীবীকে কিষাণ নিধির সুবিধা : শাহ

amit shah
amit shah

By

Published : Feb 18, 2021, 10:57 AM IST

Updated : Feb 18, 2021, 2:28 PM IST

14:19 February 18

এক সপ্তাহও কাটেনি । আবারও বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতেই তিনি এসে পৌঁছেছেন । তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা । দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । অন্যান্য বারের মতোই থাকছে ''ভোজন রাজনীতিও'' ।

  • বাংলায় বিজেপি সরকার এলে 4 লাখ মৎস্যজীবীকে কিষাণ নিধির সুবিধা দেওয়া হবে 

14:10 February 18

  • ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা

14:10 February 18

  • তৃণমূল শুধু ভাইপোর কল্যাণের কথাই ভাবে

14:10 February 18

  • এর তদন্ত চাই

14:09 February 18

  • আমফানের পর কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছিল তা তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছে

14:08 February 18

  • দক্ষিণ 24 পরগনায় কোনও কাজ হয়নি

14:07 February 18

  • 294 আসন থেকে তৃণমূলকে উৎখাত করব

14:06 February 18

  • সোনার বাংলা গড়ার কাজ করবে বিজেপি

14:05 February 18

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
  • অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

14:05 February 18

  • নামখানায় বিজেপির সভায় বক্তব্য শুরু করলেন শাহ

14:04 February 18

  • নামখানায় বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করলেন অমিত শাহ

13:30 February 18

  • গঙ্গাসাগরের মাহাত্ম্য তুলে ধরা হবে বিশ্বের কাছে

13:30 February 18

  • পর্যটন সংক্রান্ত সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বাংলায় কার্যকর করা হবে

13:19 February 18

  • ক্ষমতায় এলে গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

13:19 February 18

  • বাংলায় বিজেপি সরকার আসার পর সেই কর্মসূচিও চালু হবে

13:19 February 18

  • কিন্তু বাংলায় গঙ্গা শুদ্ধিকরণ কর্মসূচি শুরু হয়নি

13:19 February 18

  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত নমামি গঙ্গে প্রকল্প চলছে

13:19 February 18

  • "সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার" এই কথাতেই গঙ্গাসাগরের মহিমা বোঝা যায়

13:17 February 18

"সমুদ্র দর্শন করলাম ৷ এখানে মা গঙ্গা সমুদ্রে মিশেছে ৷ সেই পুণ্যস্থলে রয়েছি আমি ৷" আশ্রম থেকে বেরিয়ে বললেন শাহ

13:16 February 18

কপিল মুনির আশ্রমে শাহ
  • কপিল মুনির আশ্রম ঘুরে দেখলেন শাহ ৷ ভক্তিভরে দিলেন পুজো

13:02 February 18

  • শাহ পৌঁছাতেই আশ্রমে শুরু হয়েছে পুজো

13:02 February 18

  • কপিল মুনির আশ্রমে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী

12:59 February 18

  • এরপর কপিল মুনির আশ্রমের দিকে রওনা দেন

12:56 February 18

  • হেলিকপ্টার থেকে নেমে সাগর পাড়ে কিছুক্ষণ সময় কাটান তিনি

12:56 February 18

  • গঙ্গাসাগরে পৌঁছালেন অমিত শাহ

11:50 February 18

  • বেলা 12টা নাগাদ তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন

11:50 February 18

  • আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করবেন

11:50 February 18

  • এরপর গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন তিনি

11:45 February 18

  • ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে বাংলায় টুইট করলেন অমিত শাহ

11:42 February 18

  • এখান থেকে চেতনা, উৎসাহ ও প্রেরণা নিয়ে যাচ্ছি

11:41 February 18

  • সন্ন্যাসীদের জীবন সম্পর্কে জানতে হলে ভারত সেবাশ্রম সংঘে আসতে হবে

11:40 February 18

  • ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অমিত শাহ

11:27 February 18

  • এখান থেকে চেতনা প্রাপ্ত করে যাচ্ছি

11:26 February 18

  • ভারত সেবাশ্রম সংঘ আগামীদিনেও দেশের সেবা করে যাবে

11:23 February 18

  • বক্তব্য রাখছেন অমিত শাহ

11:12 February 18

  • আশ্রমের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয় উপহার

11:12 February 18

  • স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী

10:58 February 18

আরতি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • আশ্রমে আরতি করলেন অমিত শাহ

10:57 February 18

  • রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির প্রথম সারির নেতারা

10:47 February 18

  • ভারত সেবাশ্রম সংঘে পৌঁছালেন শাহ 
Last Updated : Feb 18, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details