জয়নগর, 20 নভেম্বর:নওশাদ সিদ্দিকী, সুজন চক্রবর্তীদের পর এবার দলুয়া খাকি যাওয়ার পথে বাধা পেলেন সমাজকর্মী তথা অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও অন্যান্যরা । সোমবার আমরা আক্রান্ত সংগঠনের তরফে জয়নগরের দলুয়া খাকি অর্থাৎ যেখানে গত সপ্তাহে তৃণমূল পঞ্চায়েত প্রধানের খুনের ঘটনায় অশান্তি ছড়িয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করা হয় ৷
কিন্তু অভিযোগ, ওই এলাকা থেকে 4 কিলোমিটার দূরে, মনসাতলার কাছে ওই প্রতিনিধি দলের পথ রোধ করে পুলিশ । জানিয়ে দেওয়া হয়, গ্রামে যাওয়া যাবে না । এ নিয়ে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কি হয় অম্বিকেশ মহাপাত্রর । মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁদের ।
এদিকে, জয়নগরের ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সিপিএম । আজই শুনানি হতে পারে সেই মামলার । গত 13 নভেম্বর ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর । পালটা জনতার মারে মৃত্যু হয় এক অভিযুক্তের । এরপর দলুয়া খাকি গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কে প্রায় জনশূন্য হয়ে পড়ে গ্রাম । পরে পুলিশের সাহায্যে গ্রামে ফেরে গ্রামবাসীরা ৷