পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়নগরে পুলিশের বাধার মুখে অম্বিকেশ মহাপাত্র, ঢুকতে পারলেন না গ্রামে - joynagar clash

Ambikesh Mahapatra: সোমবার আমরা আক্রান্ত সংগঠনের সদস্যদের জয়নগরের দলুয়া খাকিতে যাওয়ার পরিকল্পনা ছিল ৷ কিন্তু পুলিশি বাধায় গ্রামে পৌঁছতে পারেননি দলের সদস্যরা ৷

ETV bharat
অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে পুলিশের তরজা

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 5:10 PM IST

Updated : Nov 20, 2023, 5:54 PM IST

জয়নগরে পুলিশের বাধার মুখে অম্বিকেশ মহাপাত্র

জয়নগর, 20 নভেম্বর:নওশাদ সিদ্দিকী, সুজন চক্রবর্তীদের পর এবার দলুয়া খাকি যাওয়ার পথে বাধা পেলেন সমাজকর্মী তথা অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও অন্যান্যরা । সোমবার আমরা আক্রান্ত সংগঠনের তরফে জয়নগরের দলুয়া খাকি অর্থাৎ যেখানে গত সপ্তাহে তৃণমূল পঞ্চায়েত প্রধানের খুনের ঘটনায় অশান্তি ছড়িয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করা হয় ৷

কিন্তু অভিযোগ, ওই এলাকা থেকে 4 কিলোমিটার দূরে, মনসাতলার কাছে ওই প্রতিনিধি দলের পথ রোধ করে পুলিশ । জানিয়ে দেওয়া হয়, গ্রামে যাওয়া যাবে না । এ নিয়ে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কি হয় অম্বিকেশ মহাপাত্রর । মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁদের ।

এদিকে, জয়নগরের ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সিপিএম । আজই শুনানি হতে পারে সেই মামলার । গত 13 নভেম্বর ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর । পালটা জনতার মারে মৃত্যু হয় এক অভিযুক্তের । এরপর দলুয়া খাকি গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কে প্রায় জনশূন্য হয়ে পড়ে গ্রাম । পরে পুলিশের সাহায্যে গ্রামে ফেরে গ্রামবাসীরা ৷

ঘটনার পর পরই ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করতে দিন তিনেক আগে সেখানে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ । প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নওশাদ সিদ্দিকী । পরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম প্রতিনিধিদলকেও গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় । তা নিয়েও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । এরপর সোমবার ‘আমরা আক্রান্ত’ সংগঠনের তরফে অম্বিকেশ মহাপাত্ররা দলুয়া খাকিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন ।

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বহিরাগতদের গ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা আছে । তাই তাঁরা যেতে পারবেন না । এরপর অম্বিকেশ মহাপাত্র পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি তাঁর সংগঠনের তরফে 7 জনকে গ্রামে যেতে দেওয়ার অনুরোধ করেন ৷ কিন্তু পুলিশ তারপরেও কোনও অনুমতি দেয়নি বলে অভিযোগ । ফলে মনসাতলা থেকেই ফিরতে হয় তাঁদের ।

আরও পড়ুন

  1. জয়নগরে পুলিশের বাধার মুখে সুজন-নওশাদ, পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি
  2. জয়নগরকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নজরে সন্দেহভাজন বাইক আরোহীরা
Last Updated : Nov 20, 2023, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details