ভাঙড়,1জুলাই : বছর পাঁচ বয়সের এক শিশুকেঅমানবিক ভাবে ঝাঁটা দিয়ে পেটানোর অভিযোগে চাঞ্চল্য ভাঙড়ে। ভাঙড়ের বেলিয়াডাঙ্গাগ্রামের গোলাম মোস্তাফার শিশু সন্তানের উপর অত্যাচার চালানোর অভিযোগ পাড়ারইবাসিন্দা আবদুল করিম মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷
পাঁচ বছরের শিশুকে ঝাঁটাপেটা করার অভিযোগ - অভিযুক্ত পলাতক
দুই পরিবারের শত্রুতার জেরে এক পাঁচ বছরের শিশুকে ঝাঁটাপেটা করা হল ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷
স্থানীয়সূত্রে জানা যায়,আমিনুলইসলাম নামের এক যুবকের প্ররোচনায় অভিযুক্ত আবদুল করিম মোল্লা এমন কাজ করেছে ৷ এইঅভিযোগ করেছেন শিশুটির বাবা গোলাম মোস্তাফা।এই বিষয়ে ভাঙড় থানায় লিখিত অভিযোগদায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,গোলাম মুস্তাফার সঙ্গে প্রতিবেশিআমিনুল ইসলামের পরিবারের দীর্ঘদিনের বিবাদ। শনিবার থেকেই দুই পরিবারের মধ্যেউত্তেজনা শুরু হয়। বড়দের ঝগড়া বাচ্চা ছেলে বোঝেনি ৷ ফলে তার বাবার সঙ্গে যারশত্রুতা তৈরি হয়েছে তারই বাড়িতে চলে যায় সে ৷ ব্যস,বিপক্ষ পরিবারে প্রশ্ন উঠে শত্রুরছেলে এখানে কেন?
শত্রু পক্ষের ছেলে কেন তাদেরবাড়িতে আসবে সেই নিয়েই ওই শিশুকে ঝাঁটাপেটা করা হয়েছে বলে দাবি প্রশাসন সূত্রে।অমানবিক ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোলাম । পুলিশ লিখিত অভিযোগেরপর ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত আবদুলকরিম। শিশুর বাবার অভিযোগ, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন ৷