আমতলা, 15 ফেব্রুয়ারি : 3 বছরের শিশু-সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে (Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের নতুন পল্লিতে ৷ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পূর্ণিমা মণ্ডল ৷ তাঁর অভিযোগ, বাচ্চা কেন কাঁদছে এবং সে কেন রান্নাঘরে ঢুকছে, সেই কারণে তাঁকে এবং তাঁর সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, 2018 সালে পূর্ণিমার সঙ্গে মৌসম মণ্ডলের বিয়ে হয়েছিল ৷ সেই সময় পূর্ণিমার পরিবারকে বলা হয়েছিল, মৌসম মণ্ডল পেশায় ইঞ্জিনিয়ার এবং দমদমে তাঁর অফিস ৷ কিন্তু, বিয়ের পর পূর্ণিমা জানতে পারেন, তাঁর স্বামী বেকার ৷ তিনি কোনও ইঞ্জিনিয়ার নন ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ অভিযোগ তাঁর উপর অত্যাচারও করা হত ৷ যার জেরে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ৷ বিয়ের তিন মাসের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেও চলে যান পূর্ণিমা ৷