পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Domestic Violence in Bishnupur : বিষ্ণুপুরে শিশু-সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ - Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur

বিষ্ণুপুরে 3 বছরের সন্তান-সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ (Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur) ৷ এ নিয়ে সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা মহিলা (Domestic Violence in Bishnupur) ৷ অভিযোগ তাঁর বাচ্চা কান্নাকাটি করায় স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে ৷

Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur
Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur

By

Published : Feb 15, 2022, 1:19 PM IST

আমতলা, 15 ফেব্রুয়ারি : 3 বছরের শিশু-সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে (Allegedly Evicting Housewife With Three Year Old Child in Bishnupur) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের নতুন পল্লিতে ৷ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পূর্ণিমা মণ্ডল ৷ তাঁর অভিযোগ, বাচ্চা কেন কাঁদছে এবং সে কেন রান্নাঘরে ঢুকছে, সেই কারণে তাঁকে এবং তাঁর সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, 2018 সালে পূর্ণিমার সঙ্গে মৌসম মণ্ডলের বিয়ে হয়েছিল ৷ সেই সময় পূর্ণিমার পরিবারকে বলা হয়েছিল, মৌসম মণ্ডল পেশায় ইঞ্জিনিয়ার এবং দমদমে তাঁর অফিস ৷ কিন্তু, বিয়ের পর পূর্ণিমা জানতে পারেন, তাঁর স্বামী বেকার ৷ তিনি কোনও ইঞ্জিনিয়ার নন ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ অভিযোগ তাঁর উপর অত্যাচারও করা হত ৷ যার জেরে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ৷ বিয়ের তিন মাসের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেও চলে যান পূর্ণিমা ৷

আরও পড়ুন : Husband Beats Wife: পরকীয়া সন্দেহে নৃশংস মার স্বামীর, হাসপাতালে আশঙ্কাজনক বধূ

তখন থেকে গতবছর ডিসেম্বর মাস পর্যন্ত পূর্ণিমা বাপের বাড়িতেই থাকছিলেন ৷ বধূ নির্যাতন এবং প্রতারণার অভিযোগে শাস্তির হাত থেকে বাঁচতে পূর্ণিমাকে বাড়িতে ফিরিয়ে নেয় তাঁর স্বামী ৷ পূর্ণিমার এক সন্তানও হয়েছে ৷ সেই সন্তানকে নিয়েই নতুন করে অশান্তি শুরু হয় ৷ পূর্ণিমার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সন্দেহ, বছর তিনের ওই বাচ্চাটি তাঁদের বাড়ির নয় ৷ যা নিয়ে প্রায় অশান্তি লেগে থাকত ৷ এ দিন তা চরমে ওঠে বাচ্চাটি কাঁদতে শুরু করায় ৷ যার জেরে পূর্ণিমা এবং তাঁর সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তার পরেই পূর্ণিমা সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details