ডায়মন্ড হারবার, 8 জুলাই: সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আশান্তির খবর রাজ্যজুড়ে ৷ তার থেকে বাদ নেই দক্ষিণ 24 পরগনাও ৷ ভোট শুরুর আগেই পুলিশ এবং পোলিং আধিকারিকদের মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার 1 ব্লকের নেতড়া অঞ্চলে 187 নম্বর বুথে । ভয় দেখিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করলেন স্বয়ং বুথের দায়িত্বে থাকা পুলিশ ও পোলিং আধিকারিকরা । এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি ৷
সংবাদমাধ্যমের সামনে প্রিসাইডিং অফিসার বলেন, "ভোটগ্রহণ শুরুর অনেক আগে 6টা নাগাদ এসে বুথের বাইরে বোমাবাজি ও গুলি চালানো শুরু হয় ৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পোলিং অফিসার-সহ বুথে থাকা সকলকে মারধর, হেনস্তা ও হুমকি দেওয়া হয় ৷ জোর করে ব্যালট পেপার তুলে নিয়ে চলে যাওয়া হয় ৷ অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারিনি ৷ তারা ইচ্ছে মতো ছাপ্পা ভোট দিয়েছে ৷ তারপর জোর করে আমাদের দিয়ে সিল দেওয়ায় ৷ এরপর তারা চলে যায় ৷ আমরা খুব ভয় ও আতঙ্কে রয়েছি ৷"