পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিতর্কিত লিফলেট বিলি ঘিরে BJP-তৃণমূল তরজা - রাজনীতি সংক্রান্ত খবর

লিফলেটের নিচে লেখা রয়েছে, "দিদি আমাদের একমাত্র আশা ও ভরসা ৷ আপনার যে কোনও সমস্যায় দিদির সাথে যোগাযোগ করুন ৷ " যোগাযোগের জন্য দেওয়া আছে একটি ফোন নম্বরও ৷ কিন্তু লিফলেটে মুদ্রক, প্রচারক, প্রকাশকের নাম বা ঠিকানা কিছুই লেখা নেই ।

তৃণমূলের বিরুদ্ধে লিফলেট বিলি করে অপপ্রচারের অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে লিফলেট বিলি করে অপপ্রচারের অভিযোগ

By

Published : Nov 9, 2020, 2:30 PM IST

অশোকনগর, 9 নভেম্বর : তৃণমূলের বিরুদ্ধে লিফলেট বিলি করে BJP-র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ৷ উত্তর 24 পরগনার অশোকনগর এলাকার ঘটনা ৷

BJP-র অভিযোগ, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে তৃণমূলের তরফে লিফলেট বিলি করা হচ্ছে ৷ লিফলেটের শুরুতে উপরে লেখা রয়েছে, "তপশিলি বিরোধী BJP-র শাসনকালে আমাদের করুণ অবস্থার কথা আপনি জানেন কি ? তপশিলিদের উপর এই অত্যাচার কেন ঘটছে আপনি জানেন কি ? " সেখানে BJP শাসনকালে দেশ ও রাজ্যজুড়ে তপশিলি সম্প্রদায়ের উপর নানা অত্যাচারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷ লিফলেটের নিচে লেখা রয়েছে, "দিদি আমাদের একমাত্র আশা ও ভরসা ৷ আপনার যে কোনও সমস্যায় দিদির সাথে যোগাযোগ করুন ৷ " যোগাযোগের জন্য দেওয়া আছে একটি ফোন নম্বরও ৷ কিন্তু লিফলেটে মুদ্রক, প্রচারক, প্রকাশকের নাম বা ঠিকানা কিছুই লেখা নেই ।

BJP-র দাবি, এটা সংবিধান বিরোধী । অভিযোগ, একটি নীল-সাদা গাড়িতে গ্রামে গ্রামে ঘুরে লিফলেট বিলি করছে তৃণমূলের লোকজন । বিষয়টি নিয়ে গতকাল অশোকনগর থানায় অভিযোগ দায়ের করতে যান BJP কর্মীরা । কিন্তু অভিযোগ, থানার তরফে অভিযোগ নেওয়া হয়নি ৷

তৃণমূলের বিরুদ্ধে লিফলেট বিলি করে অপপ্রচারের অভিযোগ

এই লিফলেট বিলির জেরে দু'দলের মধ্যে বিবাদের আশঙ্কা করে BJP কর্মী শ্যামলেন্দু দে জানান, তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন । প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন ।

অশোকনগর বিধানসভার বিধায়ক ধীমান রায় বলেন, "এই লিফলেট আমরা ছড়াইনি । আমরা নিজেদের দলকে নিয়ে সময় দিয়ে পারছি না । আমরা অন্য কোনও দল নিয়ে ভাবি না ।"

ABOUT THE AUTHOR

...view details