অশোকনগর, 9 নভেম্বর : তৃণমূলের বিরুদ্ধে লিফলেট বিলি করে BJP-র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ৷ উত্তর 24 পরগনার অশোকনগর এলাকার ঘটনা ৷
BJP-র অভিযোগ, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে তৃণমূলের তরফে লিফলেট বিলি করা হচ্ছে ৷ লিফলেটের শুরুতে উপরে লেখা রয়েছে, "তপশিলি বিরোধী BJP-র শাসনকালে আমাদের করুণ অবস্থার কথা আপনি জানেন কি ? তপশিলিদের উপর এই অত্যাচার কেন ঘটছে আপনি জানেন কি ? " সেখানে BJP শাসনকালে দেশ ও রাজ্যজুড়ে তপশিলি সম্প্রদায়ের উপর নানা অত্যাচারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷ লিফলেটের নিচে লেখা রয়েছে, "দিদি আমাদের একমাত্র আশা ও ভরসা ৷ আপনার যে কোনও সমস্যায় দিদির সাথে যোগাযোগ করুন ৷ " যোগাযোগের জন্য দেওয়া আছে একটি ফোন নম্বরও ৷ কিন্তু লিফলেটে মুদ্রক, প্রচারক, প্রকাশকের নাম বা ঠিকানা কিছুই লেখা নেই ।