ভাঙড়, 7 এপ্রিল : প্রাথমিক শিক্ষকের তৈরি ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ (Honeytrap at Teachers House) ৷ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করে আসছেন ৷ পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়রা ৷ বৃহস্পতিবার স্থানীয়দের তৎপরতায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ ৷
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভাতছালা এলাকার প্রাথমিক শিক্ষক আবদুল মতিন ওরফে মতিন মোল্লা (Honeytrap at South 24 Pargana) ৷ ভাঙড় বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তিনি তিনতলার এক বিশাল বাড়ি তৈরি করেছেন ৷ অনলাইন ও অফলাইন বুকিংয়ের মাধ্যমে পাঁচশো থেকে হাজার টাকার বিনিময়ে ঘর ভাড়া দেওয়া হয় এখানে ৷ সেই বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷
স্থানীয়রা বলছেন, বিগত কয়েকবছর ধরে এই বাড়িতে ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকে ৷ সকাল-বিকেল অচেনা ছেলেমেয়েদের ভিড় ৷ স্কুলের ছোট ছেলেমেয়েরা একসঙ্গে আসে ৷ বড়রাও আসে ৷ আসামাজিক কাজকর্ম হয় ৷ এই বিষয়ে বারবার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ নেতাদের বলা হলেও কেউ কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ ৷ পাড়ার মধ্যে এই সব কাজ বন্ধ হোক, চাইছিলেন বাসিন্দারা ৷
আরও পড়ুন :Honeycomb Siliguri : সেলুনের আড়ালে দেহব্যবসা, গ্রাহক সেজে পর্দাফাস পুলিশের