সাগর, 9 মে :সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকে (Allegations Against TMC for Given the Govt Work Notice on Party Pads)। তৃণমূলের দলীয় প্যাডে ঠিকাদারদের নাম লিখে সরকারি কাজের বরাত বিলি করা হচ্ছে । সাগর ব্লকে শাসকদলের নেতারাই ঠিক করে দিচ্ছেন কে কত টাকার টেন্ডার পাবেন । তৃণমূলের প্রতীক সম্বলিত একটি প্যাডের ছবি টুইট করে এমনই অভিযোগ করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল ।
আসানসোল-দক্ষিণের বিধায়ক তথা বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল রবিবার একটি ছবি টুইট করেন । যেখানে দেখা যাচ্ছে, প্যাডের মাথায় লেখা সাগর (Sagar Block News) ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি (Sagar Block TMC) । এরপর এক এক করে দেওয়া রয়েছে জায়গার নাম, প্রকল্পে বরাদ্দ টাকার অঙ্ক এবং কোন এজেন্সি কাজ করবে তার নাম । এই বিষয়কে কেন্দ্র করেই সরকারি প্রকল্পের কাজে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে ৷ টুইটে এই ছবিটি শেয়ার করে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক ।
আরও পড়ুন :IPS Jayanta Kumar Basu transferred: এসএসসি-র নিয়োগ দুর্নীতির জের ? সরানো হল আইপিএস জয়ন্তকুমার বসুকে
অগ্নিমিত্রা লিখেছেন, সাগর ব্লকে তৃণমূলের প্যাডে সরকারি প্রকল্পের বণ্টন । কোন সংস্থা কত অঙ্কের অর্ডার পাবে তা দেওয়া রয়েছে । সাগরে এভাবেই উন্নয়নের কাজ চলছে । কোনও বিজ্ঞপ্তি নেই । কোনও টেন্ডার নেই । তোলাবাজিতে এগিয়ে বাংলা । তৃণমূল মানেই তোলামূল ।
অন্যদিকে, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন প্রধান বলেন, "অনেক দিন হল যুব কমিটিতে নেই । বিজেপির পায়ের তলায় মাটি নেই । মানুষের থেকে বিচ্ছিন্ন । তাই সোশাল মিডিয়ায় মিথ্যা অভিযোগ করছে ।"