পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scam in Govt Project Work : দলীয় প্যাডে লিখে সরকারি কাজের বরাত বিলির অভিযোগ, অগ্নিমিত্রার টুইট ঘিরে অস্বস্তি তৃণমূলে

দলের প্যাডে বিভিন্ন জায়গার নাম, ঠিকাদারের নাম ও টাকার অঙ্ক লিখে সরকারি প্রকল্পের কাজের বরাত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Scam in Govt Project Work) ৷ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে শাসকদল ৷

By

Published : May 9, 2022, 10:59 AM IST

south 24 pargana
দলীয় প্যাডে সরকারি কাজের টেন্ডার

সাগর, 9 মে :সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকে (Allegations Against TMC for Given the Govt Work Notice on Party Pads)। তৃণমূলের দলীয় প্যাডে ঠিকাদারদের নাম লিখে সরকারি কাজের বরাত বিলি করা হচ্ছে । সাগর ব্লকে শাসকদলের নেতারাই ঠিক করে দিচ্ছেন কে কত টাকার টেন্ডার পাবেন । তৃণমূলের প্রতীক সম্বলিত একটি প্যাডের ছবি টুইট করে এমনই অভিযোগ করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল ।

অগ্নিমিত্রা পলের এই টুইট ঘিরেই শুরু হয়ে জল্পনা

আসানসোল-দক্ষিণের বিধায়ক তথা বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল রবিবার একটি ছবি টুইট করেন । যেখানে দেখা যাচ্ছে, প্যাডের মাথায় লেখা সাগর (Sagar Block News) ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি (Sagar Block TMC) । এরপর এক এক করে দেওয়া রয়েছে জায়গার নাম, প্রকল্পে বরাদ্দ টাকার অঙ্ক এবং কোন এজেন্সি কাজ করবে তার নাম । এই বিষয়কে কেন্দ্র করেই সরকারি প্রকল্পের কাজে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে ৷ টুইটে এই ছবিটি শেয়ার করে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক ।

আরও পড়ুন :IPS Jayanta Kumar Basu transferred: এসএসসি-র নিয়োগ দুর্নীতির জের ? সরানো হল আইপিএস জয়ন্তকুমার বসুকে

অগ্নিমিত্রা লিখেছেন, সাগর ব্লকে তৃণমূলের প্যাডে সরকারি প্রকল্পের বণ্টন । কোন সংস্থা কত অঙ্কের অর্ডার পাবে তা দেওয়া রয়েছে । সাগরে এভাবেই উন্নয়নের কাজ চলছে । কোনও বিজ্ঞপ্তি নেই । কোনও টেন্ডার নেই । তোলাবাজিতে এগিয়ে বাংলা । তৃণমূল মানেই তোলামূল ।

অন্যদিকে, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন প্রধান বলেন, "অনেক দিন হল যুব কমিটিতে নেই । বিজেপির পায়ের তলায় মাটি নেই । মানুষের থেকে বিচ্ছিন্ন । তাই সোশাল মিডিয়ায় মিথ্যা অভিযোগ করছে ।"

দলীয় প্যাডে সরকারি কাজের টেন্ডার নিয়ে বিজেপি-তৃণমূল তরজা

আরও পড়ুন :Mahua Moitra against Extortion : দলের কেউ টাকা চাইলে আমার অফিসে আসুন বা পুলিশের কাছে যান, কড়া বার্তা মহুয়ার

বিজেপি বিধায়কের তোলা এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "যে লিস্ট বেরিয়েছে তার পিছনে গভীর চক্রান্ত আছে । যার নামে প্যাড সেই স্বপন প্রধান গত বছর জুলাই মাসে যুব তৃণমূলের কমিটি ছেড়ে দিয়েছে । আর যে টেন্ডারের কথা বলছেন সেই টেন্ডার এখনও বেরোয়নি ।"

অগ্নিমিত্রা পলের টুইট করা ছবিতে বঙ্কিমনগরে কাজের জন্য প্রথমেই নাম রয়েছে ঠিকাদার দেবাশিস জানার । তাঁকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও অভিযোগ মানতে নারাজ । তিনি বলেন, "এই লিস্ট সম্পর্কে আমার জানা নেই । 5 লাখ টাকার উপর কাজ হলে ই-টেন্ডার জমা দিতে হয় । এভাবে হয় না । তবে আমি এই দফতরের কোনও কাজ করছি না ।"

মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্য জানান, তৃণমূল সরকার যে তোলাবাজি সরকার সেটা আবার প্রমাণ হয়ে গেল । দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিক পূর্ত ও সেচ দফতর । নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ৷"

আরও পড়ুন :100 Days Work : 100 দিনের কাজে দীর্ঘ বকেয়া, শাসক-বিরোধী চাপানউতোর

ABOUT THE AUTHOR

...view details