সোনারপুর, 26 এপ্রিল : জমি সংক্রান্ত মামলা তুলে নিতে হবে । মামলা প্রত্যাহার না করলে বাড়িতে এসে মহিলাকে তিনদিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Allegation of woman been threatened to death in Sonarpur) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি । অভিযুক্তের নাম পার্থ মণ্ডল ।
এই ঘটনায় সোনারপুর থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত মহিলা মণিকা মজুমদার । তাঁর বক্তব্য, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনি ভাবে সেখানে নির্মাণ কাজ চলছে । ঘটনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি । অভিযোগ, সেই কারণে অভিযুক্ত চড়াও হন ওই মহিলার বাড়িতে । দ্রুত মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীল ভাষায় গালাগালি ও গুলি করে মারার হুমকি দেন অভিযুক্ত।