পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রিকোণ প্রেমের জের, স্বামীকে খুনের অভিযোগে আটক যুবতি - Murder

মনুয়া কাণ্ডের ছায়া এ বার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ৷ স্বামীকে খুন করার অভিযোগ যুবতি ও প্রেমিকের বিরুদ্ধে ৷

বিষ্ণুপুরে ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, আটক স্ত্রী, পলাতক প্রতিবেশী যুবক

By

Published : Sep 14, 2019, 4:40 PM IST

Updated : Sep 14, 2019, 4:47 PM IST

বিষ্ণুপুর, 13 সেপ্টেম্বর : মনুয়াকাণ্ডের ছায়া এবার বিষ্ণুপুরে ৷ বারাসতে মনুয়া মজুমদার স্বামী অনুপমকে খুন করেছিলেন প্রেমিক অজিতের সঙ্গে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ৷ যাবজ্জীবন সাজাও হয় মনুয়া-অজিতের ৷ এ বার বিষ্ণুপুরে স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল যুবতি ও তার প্রেমিকের বিরুদ্ধে ৷ সোনালি মণ্ডল নামে ওই যুবতিকে আটক করা হয়েছে ৷ পলাতক যুবতির প্রেমিক বাবুসোনা মণ্ডল ৷

অভিযোগ, স্বামী সুদীপ মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করেছে সোনালি ৷ সঙ্গী ছিল তার প্রেমিক ৷ আজ সকালে সুদীপের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । বছর বত্রিশের ওই যুবক পেশায় ব্যবসায়ী ।
আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার খাগড়ামুড়ির ঘটনা ।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার খাগড়ামুড়ির ঘটনা ।

মৃত সুদীপের পরিবারের দাবি, 10 বছর আগে সোনালি মণ্ডলের সঙ্গে সুদীপের বিয়ে হয় । তাদের দুই কন্যা সন্তান রয়েছে ৷ গত এক বছর ধরে প্রতিবেশী এক যুবকের সঙ্গে সোনালির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । সেই সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন সুদীপ৷ তাই সুদীপকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর স্ত্রী সোনালি ও প্রেমিক । সোনালিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা । পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে যুবকের মৃত্যুর আসল কারণ ৷

Last Updated : Sep 14, 2019, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details