কাকদ্বীপ, 11 এপ্রিল: রাজ্যে একের পর এক গণধর্ষণের ঘটনা ৷ এবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এক মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে (allegation of gang rape and attempt to murder at Namkhana) । প্রমাণ লোপাটে ওই মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা ৷ হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার মধ্যেই নামখানার এই ঘটনা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ নির্যাতিতা ওই মহিলা বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ ৷
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে বাড়িতেই ছিলেন বছর চল্লিশের ওই মহিলা । রাত তিনটে নাগাদ তিনি শৌচাগারে যাওয়ার জন্য বাইরে বের হন । অভিযোগ, সেই সময়ে কয়েকজন যুবক এসে মহিলার মুখ চেপে ধরে । এরপর মহিলাকে বাড়ির দোতলায় তুলে নিয়ে গিয়ে, তাঁকে বেঁধে গণধর্ষণ করা হয় ৷ ধর্ষিতার দাবি, মোট পাঁচজন মিলে তাঁর উপর অত্যাচার চালিয়েছে, তাদের মধ্যে দু‘জনকে তিনি চিনতে পেরেছেন, তাঁরা তাঁর আত্মীয় হয় ৷