পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baruipur Post Master Arrested : ডাকঘরে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন পোস্টমাস্টার - বড়সড় দুর্নীতি বারুইপুর ডাকঘরে

বারুইপুর প্রধান ডাকঘরে 1 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন পোস্টমাস্টার, ট্রেজারার-সহ 3 জন (Baruipur Post Master Arrested) ৷ অভিযোগ দায়ের করেছেন ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

Baruipur Post Master Arrested news
বড়সড় দুর্নীতি বারুইপুর ডাকঘরে

By

Published : May 24, 2022, 8:40 PM IST

বারুইপুর, 24 মে : এবার বড়সড় দুর্নীতি ডাকঘরে । খোদ বারুইপুর প্রধান ডাকঘরে 1 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে । বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ডাকঘরে ।

সূত্রের খবর, এই ঘটনায় পোস্টমাস্টার-সহ অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার, ট্রেজারি বিভাগের কর্মী-সহ 7 জনকে সাসপেন্ড করা হয়েছিল । এই ব্যাপারে ডাকঘরে মুখে কুলুপ এঁটেছে সবাই । কীভাবে গ্রাহকের টাকা তছরুপ করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে । বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে প্রাক্তন পোস্টমাস্টার, ট্রেজারার-সহ 3 জনকে গ্রেফতার করেছে । পুলিস সূত্রে জানা গিয়েছে, গত 27 এপ্রিল বারুইপুর থানায় অভিযোগে জানানো হয় ডাকঘরের অ্যাকাউন্টে 1 কোটি 35 লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল 23 সেপ্টেম্বর 2019 এর মধ্যে । কিন্তু ডাকঘরের পাশে এসবিআই ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে মাত্র 35 লক্ষ টাকা । বাকি 1 কোটি টাকা জমা পড়েনি । এমনকি, অভিযোগে নাম আছে সেই সময়ের ট্রেজারার প্রদীপ মারিকের । যিনি বর্তমানে ফলতা ডাকঘরের সাব পোস্টমাস্টার হিসেবে কর্মরত । ঘটনাটি ঘটেছিল 2015 থেকে 2019 সালের মধ্যে।

আরও পড়ুন :টাকা তছরুপের দায়ে গ্রেফতার পোস্টমাস্টার, বনগাঁয় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রাহকদের

ডাকঘর সুত্রে খবর, ঘটনা যে সময় হয়েছিল সেই সময় দেবাশিস রক্ষিত পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন । এই ডাকঘরের অধীনে 68টি ডাকঘর আছে । প্রতিদিন আনুমানিক 70-75 লক্ষ টাকা জমা হয় প্রধান ডাকঘরে। এই ঘটনার পরে গ্রাহকদের টাকা রাখা নিয়ে বড় প্রশ্ন উঠেছে । সূত্রের খবর, ঘটনার পরিপেক্ষিতে গত 2 মে পোস্টমাস্টার দীপঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার প্রলয় মণ্ডল, তৎকালীন ট্রেজারার প্রদীপ মারিক-সহ 7 জনকে সাসপেন্ডের নোটিস দেওয়া হয় । এদিন প্রাক্তন পোস্টমাস্টার দেবাশিস রক্ষিত, ট্রেজারার প্রদীপ মারিক ও রাজেন্দ্র দত্তকে সোমবার রাতে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ (Baruipur Post Master Arrested) । ধৃতদের বিরুদ্ধে 409 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details