পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Killed Mother : মা'কে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলল ছেলে - কাকদ্বীপে দেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে নিখোঁজ ছিলেন গীতা পট্টনায়েক । বুধবার সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয় (kakdwip body Recovered) ৷

Son Killed Mother
মাকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলল ছেলে

By

Published : Jun 9, 2022, 10:59 AM IST

কাকদ্বীপ, 9 জুন: তিনদিন নিখোঁজ থাকার পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল বৃদ্ধার পচাগলা দেহ । অভিযোগ, নেশাগ্রস্ত ছেলে খুন করে মায়ের দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছিল (Son Killes Mother in Kakdwip) । বুধবার সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী ৷ পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ মহকুমার হারউডপয়েন্ট কোস্টাল থানার কৈলাশনগর এলাকায় ৷ মৃতার নাম গীতা পট্টনায়েক (60) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে নিখোঁজ ছিলেন গীতা পট্টনায়েক । পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা খোঁজ করেও তাঁর সন্ধান পাননি । বুধবার সেই নিখোঁজ রহস্যের সমাধান হল । গীতাদেবীকে খুনের অভিযোগ উঠেছে বৃদ্ধার ছোট ছেলে রূপক পট্টনায়েকের বিরুদ্ধে । স্থানীয়দের দাবি, ছোট ছেলে প্রায়শই মাকে মারধর করত । নেশার টাকা নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি চলত । রূপকই তার মাকে মেরে তিনদিন ধরে সেপটিক ট্যাংকে ফেলে রেখে দিয়েছিল বলে অভিযোগ প্রতিবেশীদের ।

আরও পড়ুন : ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে গ্রেফতার 2

স্থানীয়দের দাবি, দেহ লোপাট করে ঘর ও আশপাশের রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করেছিল রূপক । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রূপক পট্টনায়েক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details