পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal By-Poll : আসন ধরে রাখার লড়াই তৃণমূলের, গোসাবায় মাটি কামড়ে লাল-গেরুয়াও - By-Election

সাধারণ মানুষের দাবি, প্রতিবারই বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয় গোসাবার মানুষকে । ফলে স্থায়ী নদীবাঁধ নির্মাণকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই ।

West Bengal By-Election
উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে রণক্ষেত্র গোসাবা

By

Published : Oct 26, 2021, 11:04 AM IST

Updated : Oct 26, 2021, 12:42 PM IST

গোসাবা, 26 অক্টোবর : আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । তাতে নিজেদের জয়ধারা বজায় রাখতে চায় শাসকদল ৷ অন্যদিকে রাজ্যের বিরোধী দলগুলি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই উপনির্বাচনে । এই উপনির্বাচনের অন্যতম কেন্দ্র গোসাবা । যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ । ভোট প্রচারে একে অন্যের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে মরিয়া শাসক থেকে বিরোধী ।

যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি । সময় নষ্ট না করে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কাছে । গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি বাজি ধরেছে রায়দিঘির অন্যতম বিজেপি নেতা পলাশ রানার উপর । বরাবরই গোসাবার মানুষ জনপ্রতিনিধি হিসেবে নিজেদের ভূমিপুত্রকেই চেয়েছেন ৷ মানুষের কথা মাথায় রেখেই তৃণমূলের মনোনীত প্রার্থী ভূমিপুত্র সুব্রত মণ্ডল । অন্যদিকে গোসাবা বিধানসভায় কেন্দ্রের আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল । ফলে 30 অক্টোম্বর ত্রিমুখী লড়াই দেখতে চলেছে গোসাবার মানুষ ।

বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র । সাধারণ মানুষের দাবি, প্রতিবারই বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয় গোসাবার মানুষকে । স্থায়ী নদীবাঁধ না থাকায় খড়কুটোর মতো ভেসে যায় জমির ফসল-ঘরবাড়ি । বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক দরবারে নদীবাঁধের জন্য আবেদন করলেও স্থায়ী নদীবাঁধ এখনও হয়ে ওঠেনি । গোসাবা বিধানসভা কেন্দ্রে স্থায়ী নদীবাঁধ নির্মাণকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই ।

আরও পড়ুন : Sonia Gandhi : আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী, বিক্ষুব্ধদের জবাব সোনিয়ার

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিকে হাতিয়ার করে যেমন প্রচারে নেমে পড়েছে বিজেপি, সেইরকমই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে তৃণমূল-কংগ্রেসের কর্মী-সমর্থক-মনোনীত প্রার্থীরা । অন্যদিকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ও নীতির বিরোধিতা করে মানুষের কাছে হাজির হচ্ছেন আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল । গোসাবার দ্বীপ অঞ্চলগুলিকে কার্যত চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ।

বিজেপির অভিযোগ, 'বাংলাকে অশান্ত করে রেখেছে শাসকদল ৷ ভোট পরবর্তী হিংসাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ৷ বিজেপিই একমাত্র পারে বাংলাকে তার পুরনো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে দিতে ।' তৃণমূলের ভোট প্রচারের হাতিয়ার, 'রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ৷ লক্ষীর ভাণ্ডার, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ যে সুবিধা পেয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না । রাজ্যের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র তৃণমূল কংগ্রেস ।' অন্যদিকে আরএসপি প্রার্থীর অভিযোগ, 'কেন্দ্র ও রাজ্য সরকার মিলে মানুষকে কার্যত শেষ করে দিচ্ছে ৷ রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া, সিপিএমই পারে রাজ্যের হাল ফেরাতে ।'

Last Updated : Oct 26, 2021, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details