গোসাবা, 26 অক্টোবর : আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । তাতে নিজেদের জয়ধারা বজায় রাখতে চায় শাসকদল ৷ অন্যদিকে রাজ্যের বিরোধী দলগুলি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই উপনির্বাচনে । এই উপনির্বাচনের অন্যতম কেন্দ্র গোসাবা । যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ । ভোট প্রচারে একে অন্যের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে মরিয়া শাসক থেকে বিরোধী ।
যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি । সময় নষ্ট না করে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কাছে । গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি বাজি ধরেছে রায়দিঘির অন্যতম বিজেপি নেতা পলাশ রানার উপর । বরাবরই গোসাবার মানুষ জনপ্রতিনিধি হিসেবে নিজেদের ভূমিপুত্রকেই চেয়েছেন ৷ মানুষের কথা মাথায় রেখেই তৃণমূলের মনোনীত প্রার্থী ভূমিপুত্র সুব্রত মণ্ডল । অন্যদিকে গোসাবা বিধানসভায় কেন্দ্রের আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল । ফলে 30 অক্টোম্বর ত্রিমুখী লড়াই দেখতে চলেছে গোসাবার মানুষ ।
বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র । সাধারণ মানুষের দাবি, প্রতিবারই বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয় গোসাবার মানুষকে । স্থায়ী নদীবাঁধ না থাকায় খড়কুটোর মতো ভেসে যায় জমির ফসল-ঘরবাড়ি । বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক দরবারে নদীবাঁধের জন্য আবেদন করলেও স্থায়ী নদীবাঁধ এখনও হয়ে ওঠেনি । গোসাবা বিধানসভা কেন্দ্রে স্থায়ী নদীবাঁধ নির্মাণকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই ।