সংগ্রামপুর (দক্ষিণ 24 পরগনা), 14 অগাস্ট : জয়শ্রীরাম না বলায় মারধর করা হচ্ছে । এই অভিযোগ তুলে শিয়ালদা দক্ষিণ শাখার সংগ্রামপুরে রেল অবরোধ করল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) কর্মীরা ।
আজ সকাল সাড়ে 9টা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার সংগ্রামপুরে ট্রেন আটকে অবরোধ শুরু হয় । এরপর ডায়মন্ডহারবার GRP থেকে রেল পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার কথা বলে । দু'পক্ষের বচসা শুরু হয় । পরে রেল পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উসতি থানার পুলিশ । অবরোধ তুলতে গিয়ে তারা ব্যর্থ হয় । ফের শুরু হয় পাথরবৃষ্টি । জখম হন কয়েকজন পুলিশকর্মী । তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় । খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । প্রায় সাত ঘণ্টা পর অবরোধ উঠে যায় ।