পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট জিতে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ সওকত মোল্লার বিরুদ্ধে - ক্য়ানিংয়ে সওকত

নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় একচেটিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করেছে। জেলার 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। একমাত্র ভাঙড় কেন্দ্রে আইএসএফ প্রার্থী জয়লাভ করেছেন।

sawkat
সওকত মোল্লা

By

Published : May 2, 2021, 8:05 PM IST

ক্যানিং, 2 মে : ইঞ্চিতে ইঞ্চিতে বিরোধীদের বুঝে নেওয়ার হুমকি সওকাতের । আজ নির্বাচনে জিতে এমনই হুংকার দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ক্য়ানিং পূর্বের ওই তৃণমূল কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন -20 বছর পর ভোটের ময়দানে নেমে জয়ী বিজেপির মুকুল রায়

নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় একচেটিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করেছে। জেলার 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। একমাত্র ভাঙড় কেন্দ্রে আইএসএফ প্রার্থী জয়লাভ করেছেন।

বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ সওকত মোল্লার বিরুদ্ধে

ওই জেলার কুড়িটির বেশি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সংগঠন ও প্রার্থীদের জয়ের দায়িত্ব ছিল দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূলের সভাপতি সওকত মোল্লার উপর । জেলার অন্যান্য জায়গায় তৃণমূল প্রার্থীরা বিজেপি প্রার্থীদের হারালেও শওকত নিজের কেন্দ্রেই গণনার শুরু থেকে চাপে পড়ে গিয়েছিলেন ৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আইএসএফ প্রার্থী গাজি সাহাবুদ্দিন সিরাজি ৷ যদিও শেষ পর্যন্ত প্রায় 50 হাজার ভোটে জয়ী হন সওকত মোল্লা ৷

এরপরেই নিজের জয়লাভের পর বিজেপি সহ বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিলেন সওকত ৷ তিনি বলেন, ‘‘ভাঙড়ে ও ক্য়ানিংয়ে আগুন জ্বালানোর শুরু করেছিল বিজেপি ৷ তাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details