পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে কাইজ়ারের অনুগামীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ

ফের কাটমানি নেওয়ার অভিযোগ । এবার অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতা কাইজ়ার আহমেদের এক অনুগামীর বিরুদ্ধে ।

কাইজ়ার আহমেদ

By

Published : Jul 14, 2019, 1:52 AM IST

ভাঙড়, 14 জুলাই : এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতা কাইজ়ার আহমেদের অনুগামী মুন্সি আবদুর রাহানের বিরুদ্ধে । অভিযুক্ত তৃণমূল নেতা প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য ইয়াসমিন সুলতানার স্বামী ।

গতকাল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাইহাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বাসিন্দা ।

অভিযোগ, দিনের পর দিন সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নিয়েছেন কাইজ়ার অনুগামী ওই তৃণমূল নেতা । এমনকী 100 দিনের কাজের জন্য জব কার্ডের মাধ্যমে যে টাকা আসে তা থেকেও কাটমানি নিয়েছেন তিনি । এরপর তাঁর বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এর আগে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধে । কলকাতা লেদার কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । এরপর কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের ছেলে সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে । সেই ঘটনায় কাশিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল ।

এবিষয়ে কাইজ়ার আহমেদ বলেন, সত্যিই অপরাধী হয়ে থাকে শাস্তি পাবে । দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে । এখানে কেউ কারও অনুগামী না সবাই দলের কর্মী ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details