ভাঙড়, 4 জুলাই: আবারও উত্তপ্ত ভাঙড় । ফের তৃণমূল ও আইএসএফের মধ্যে ব্যাপক গোলমালের অভিযোগ উঠল সোমবার রাতে । ব্যাপক বোমাবাজির পাশাপাশি এলাকায় বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বলে অভিযোগ । ভাঙড়ের মাঝের আঁইট এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রের দাবি, ঝামেলার খবর পেয়ে পুলিশ এসে এলাকায় পৌঁছলেও দীর্ঘক্ষণ ভিতরে ঢুকতেই পারেনি । অবশেষে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । এই ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আইএসএফ । তাদের অভিযোগ, বেছে বেছে আইএসএফের কর্মীদেরই পুলিশ আটক করছে । পঞ্চায়েত ভোটের আবহে প্রথম থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । শাসকদলের সঙ্গে আইএসএফের ঝামেলার দিকেই অভিযোগের আঙুল । বোমা, গুলি, প্রাণহানি পর্যন্ত দেখেছে ভোটের ভাঙড় । ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে । তাদের নিরাপত্তাতেই ভোট হবে আগামী 8 জুলাই ।