পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger attack : কাঁকড়া ধরতে গিয়ে বাঘের খপ্পরে মৎস্যজীবী, এখনও নিখোঁজ - সুন্দরবনের গভীর জঙ্গল

সুন্দরবনে ফের বাঘের কবলে মৎস্যজীবী ৷ কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁরা ৷ আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ নিরঞ্জন কয়াল নামের মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে ৷ ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায় ৷

Tiger attack
বাঘের আক্রমণে নিখোঁজ এক মৎস্যজীবী

By

Published : Aug 24, 2021, 9:04 AM IST

সুন্দরবন, 24 অগস্ট : আবারও বাঘের আক্রমণে নিখোঁজ এক মৎস্যজীবী । নিখোঁজ মৎস্যজীবীর নাম নিরঞ্জন কয়াল, তাঁর বয়স 51 বছর। ঘটনাটি ঘটেছে, সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলের কাঁকসা খালে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার আনন্দপুর গ্রামের মৎস্যজীবী নিরঞ্জন কয়াল আর তাঁর 4 জন সঙ্গী মৎস্যজীবী মনোরঞ্জন মণ্ডল, কিশোরী মণ্ডল, তরুবালা মণ্ডল ও কমলা মণ্ডলদেরকে নিয়ে সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য । কাঁকসা খালের জঙ্গলে পৌঁছে নৌকা থেকে নেমে কাঁকড়া ধরতে শুরু করে তাঁরা । সেই সময় আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে । নিরঞ্জন কয়ালের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে । সঙ্গে সঙ্গে ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যায় । সঙ্গীরা নিরঞ্জনের কোনও প্রকার খোঁজ না পেয়ে হতাশ হয়ে গ্রামে ফিরে এসে দুর্ঘটনার কথা জানায় তাঁর পরিবার ও পাড়া প্রতিবেশীদের ।

এমন খবর গ্রামে চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমেছে । বাড়িতে স্ত্রী নমিতা কয়াল স্বামীর নিখোঁজের সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন । অন্যদিকে বাবা নিখোঁজ হয়েছে খবর শুনে বিবাহিত দুই মেয়ে মল্লিকা ও মালতি চলে আসে বাপের বাড়িতে।

আরও পড়ুন : South 24 Pargana : তৃতীয় ঢেউয়ের আগেই দক্ষিণ 24 পরগনায় বাড়ল কনটেনমেন্ট জোন

সঙ্গী মনোরঞ্জন মণ্ডল জানিয়েছেন, "আমাদের কোনও বৈধ অনুমতি ছিল না। তবুও শুধু পেট চালানোর জন্য আমরা জঙ্গলে গিয়েছিলাম তাতেই এমন বিপত্তি ঘটেছে।" উল্লেখ্য গত 19 অগস্ট সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান বছর 35-এর অন্ন দাস নামে এক মৎস্যজীবী।

ABOUT THE AUTHOR

...view details