সুন্দরবন, 24 অগস্ট : আবারও বাঘের আক্রমণে নিখোঁজ এক মৎস্যজীবী । নিখোঁজ মৎস্যজীবীর নাম নিরঞ্জন কয়াল, তাঁর বয়স 51 বছর। ঘটনাটি ঘটেছে, সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলের কাঁকসা খালে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার আনন্দপুর গ্রামের মৎস্যজীবী নিরঞ্জন কয়াল আর তাঁর 4 জন সঙ্গী মৎস্যজীবী মনোরঞ্জন মণ্ডল, কিশোরী মণ্ডল, তরুবালা মণ্ডল ও কমলা মণ্ডলদেরকে নিয়ে সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য । কাঁকসা খালের জঙ্গলে পৌঁছে নৌকা থেকে নেমে কাঁকড়া ধরতে শুরু করে তাঁরা । সেই সময় আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে । নিরঞ্জন কয়ালের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে । সঙ্গে সঙ্গে ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যায় । সঙ্গীরা নিরঞ্জনের কোনও প্রকার খোঁজ না পেয়ে হতাশ হয়ে গ্রামে ফিরে এসে দুর্ঘটনার কথা জানায় তাঁর পরিবার ও পাড়া প্রতিবেশীদের ।