পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেরামতি চলাকালীন টানা বৃষ্টিতে ভাঙল মণি নদীর বাঁধ, আতঙ্কিত এলাকাবাসী

যশ ও পূর্ণিমার ভরা কোটালের জেরে একাধিক নদীবাঁধ ভেঙে জেরবার দক্ষিণ 24 পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকা ৷ তার মেরামতি চলছে ৷ মণি নদীর বাঁধ মেরামতির কাজ চলাকালীন ফের টানা বৃষ্টির জেরে বাঁধ ভেঙে নদী তীরবর্তী এলাকায় জল ঢুকছে ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷

যশের পর টানা বৃষ্টিতে ভাঙল মণি নদীর মেরামতি বাঁধ, আতঙ্কিত এলাকাবাসী
যশের পর টানা বৃষ্টিতে ভাঙল মণি নদীর মেরামতি বাঁধ, আতঙ্কিত এলাকাবাসী

By

Published : Jun 14, 2021, 11:48 AM IST

পাথরপ্রতিমা, 14 জুন : যশের ক্ষত এখনও দগদগে ৷ ভেঙেছে পাথরপ্রতিমার মণি নদীর বাঁধ, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ তবুও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় পাথরপ্রতিমার জনজীবন ৷ এলাকা থেকে জল নেমে যাওয়ার পর সেচ দফতরের উদ্যোগে বাঁধ মেরামতি শুরু হয় ৷ তবে গতকাল সকাল থেকে টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে থাকে ৷ মেরামত চলাকালীন বাঁধ ফের ভেঙে যায় ৷ প্লাবিত হয় উপকূলবর্তী এলাকা ৷

যশের পর টানা বৃষ্টিতে ভাঙল মণি নদীর মেরামতি বাঁধ

আরও পড়ুন : গ্রহণ-কোটালের জোড়া ফলার ভয়ে ফের দুর্যোগের শঙ্কা গোসাবায়

গতকাল কুঁয়েমুড়ির গঙ্গাঘাট পল্লিতে মাটির মেরামতি বাঁধের প্রায় 60 মিটার অংশ ভেঙে যায় ৷ আর সেই ভাঙা জায়গা দিয়ে মণি নদীর পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকছে ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷ যশে ভেঙে যাওয়া নদীবাঁধ জেলার সেচ বিভাগের তরফে স্থানীয় প্রশাসনের নির্দেশে মেরামতি শুরু হয় ৷ মাটি দিয়ে ওই বাঁধ মেরামতির কাজ চলছিল ৷ তারই মধ্যে টানা বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে গিয়ে ফের বিপত্তি ঘটে ৷

দুর্গত এলাকা পরিদর্শন করে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন, "যশের আগেই দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল ফ্লাড সেন্টারে ৷ বাঁধ ভাঙার আশঙ্কায় সব ধরণের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছিল ৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুখে আবার বাঁধ ভেঙে গেল ৷ দ্রুত বাঁধ মেরামতির কাজ করছে সেচ দফতর ৷"

ABOUT THE AUTHOR

...view details