সোনারপুর, 3 মে : ভোটের ফলাফল বেরোতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মী । ঘটনাটি ঘটেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে। মৃত্যু হয়েছে হারান অধিকারী নামে এক বিজেপি সমর্থকের ।
এছাড়াও আহত হন টুসি অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী, পরান অধিকারী ও বাসু অধিকারী । তাঁদের অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয় । এর পাশাপাশি বিজেপির পতাকাও ছেঁড়া হয় । এই ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় এক মহিলাকে । তখন পাড়ার অন্য ছেলেরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই তাঁদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ।
এই হামলার জেরে গুরুতর আহত হন হারান অধিকারী । সেই অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।