পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে খুন বিজেপি কর্মী - সোনারপুর থানা

ভোটের ফলাফল বেরোতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মী । উত্তেজনা এলাকায় ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷

ভোটের ফল বেরোতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি 1 বিজেপি কর্মী
ভোটের ফল বেরোতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি 1 বিজেপি কর্মী

By

Published : May 3, 2021, 9:46 AM IST

Updated : May 3, 2021, 11:12 AM IST

সোনারপুর, 3 মে : ভোটের ফলাফল বেরোতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মী । ঘটনাটি ঘটেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে। মৃত্যু হয়েছে হারান অধিকারী নামে এক বিজেপি সমর্থকের ।

এছাড়াও আহত হন টুসি অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী, পরান অধিকারী ও বাসু অধিকারী । তাঁদের অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয় । এর পাশাপাশি বিজেপির পতাকাও ছেঁড়া হয় । এই ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় এক মহিলাকে । তখন পাড়ার অন্য ছেলেরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই তাঁদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ।

এই হামলার জেরে গুরুতর আহত হন হারান অধিকারী । সেই অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

সোনারপুরে খুন বিজেপি কর্মী

মৃতের স্ত্রী স্বর্ণলতা অধিকারী জানান , হামলার সময় তাঁর স্বামী ঘরেই ছিলেন ৷ কখন তাঁকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয় তা তিনি জানেন না ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয় । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয় ।

যদিও এই ঘটনায় তৃণমুল কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা পার্থ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন , এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় । কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি । পাশাপাশি বর্তমান পরিস্থিতির বিবেচনা করে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :কিছুটা কমল করোনার সংক্রমণ ! একদিনে আক্রান্ত 3.68 লাখ, মৃত 3417

Last Updated : May 3, 2021, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details