কাকদ্বীপ, 7 ফেব্রুয়ারি: এগারো বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ জাব্বার বেগ (Uttar Pradesh residential man return) । সুন্দরবন জেলা পুলিশ, হাম রেডিও এবং বামানগর ওয়েলফেয়ার সোসাইটর সহায়তায় জাব্বার বেগ ফিরে পেলেন পরিবার । 11 বছর পর পরিবারের প্রবীণ সদস্যকে ফিরে পেয়ে আনন্দিত পরিবারের অন্যান্য সদস্যরা (man return to home) ।
পরিবারের মুখে অন্ন তুলে দিতে উত্তরপ্রদেশ থেকে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন জাব্বার বেগ । ছন্দপতন ঘটে কর্মস্থলে একটি দুর্ঘটনায় । ইলেকট্রিক শক লেগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জাব্বার বেগ । পরিবারের পক্ষ থেকে একাধিক জায়গায় চিকিৎসা করা হয় । কিন্তু হঠাৎই লখনউ-এর সীতাপুরের বাড়ি ছেড়ে গোরখপুরের এক আত্মীয়ের বাড়িতে চলে যান জাব্বার । সেখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারে পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর শুরু হয় । এমনকী প্রশাসনের দ্বারস্থ হন জাব্বারের পরিবারের লোকজন । কিন্তু তাঁর কোনও খোঁজ পাননি । এইভাবে কেটে গিয়েছে ১১ বছর । পরিজনরা যখন তাঁর ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছেন, সেই সময়েই ঘরে ফিরে এলেন ওই বৃদ্ধ (mentally challenged senior citizen return to home)।