ডায়মন্ডহারবার, 29 এপ্রিল : 13 দিন ধরে প্রায় দু'হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে তামিলনাড়ু থেকে বাড়ি ফিরলেন ডায়মন্ডহারবারের আতিবুল শাহ । আজ সকালে ডায়মন্ডহারবার-2 ব্লকের সিমলা গ্রামের বাড়িতে পৌঁছান বছর 23-এর এই যুবক ।
বছর পাঁচেক ধরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা সহ একাধিক রাজ্যে সরকারি বা বেসরকারি ভবনে AC মেশিন বসানোর কাজ করছেন তিনি । সেখানে মাস কয়েক থেকে আবার বাড়ি ফিরে আসেন । এবার লকডাউনের কয়েকদিন আগে তামিলনাড়ুতে কাজের জন্য গিয়েছিলেন। কিন্তু, সেখানে কাজ শুরুর আগেই দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় সমস্যায় পড়েন তিনি । হাতে টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল । বাধ্য হয়ে দিন পনেরো আগে বাড়িতে ফোন করে টাকা চান তিনি । তাঁকে 3 হাজার টাকা পাঠানো হয়। টাকা পেয়েই সাইকেল কিনে ফেলেন । আর তা নিয়েই বাড়ির উদ্দেশে রওনা দেন। সারা দিন সাইকেল চালিয়ে রাতে কোনও মন্দির বা ব্রিজের নিচেই থাকতেন । অনেক পুলিশ কর্মী খাবার কিনে বা টাকা দিয়ে তাঁকে সাহায্য করেছেন । এভাবেই 13 দিন ধরে সাইকেল চালিয়ে অবশেষে বাড়ি ফিরলেন তিনি। তাঁর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা।