পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor Ananda Bose: ভাঙড়ের পর এবার হিংসা কবলিত ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল

ভাঙড়ের পর এবার ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ৷ শুক্রবারই ভাঙড়ের ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল ৷

By

Published : Jun 17, 2023, 4:34 PM IST

Updated : Jun 17, 2023, 4:57 PM IST

Etv Bharat
ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল

ক্যানিং, 17 জুন:ভাঙড়ের পর এবার ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবারই ভাঙড়ের ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল ৷ সেখান থেকেই কড়া বার্তাও দিয়েছিলেন তিনি ৷ কোনওভাবেই যে এই হিংসা বরদাস্ত করা হবে না, তাও স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যপাল ৷ এরপর একইভাবে ক্যানিংয়েও যাচ্ছেন রাজ্যপাল ৷ রাজভবন সূত্রে খবর, শনিবার নির্ধারিত চেন্নাই সফর বাতিল করে ক্যানিংয়ে যাচ্ছেন তিনি ৷ ভাঙড়ের সন্ত্রাসের পর, ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। সমস্ত অনুষ্ঠান বাতিল করে রাজ্যপাল ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভাঙড়ের পর এবার ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার বিকেলেই ক্যানিং যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, এদিন কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 19 জুন পর্যন্ত কলকাতার বাইরেই থাকার কথা ছিল তাঁর। কিন্তু যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলার কারণে এই সিদ্ধান্ত বলেই রাজভবন সূত্রে খবর।

এর আগে ভাঙড়ে গিয়ে পঞ্চায়েত ভোটে অশান্তি এবং হিংসা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন রাজ্যপাল ৷ এরপর এদিন সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি প্রার্থাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার পাশাপাশি হিংসার ঘটনা নিয়ে রাজ্যপালকে অভিযোগও করেন সুকান্ত ৷ এরপরই পূর্ব নির্ধারিত যাবতীয় কর্মসূচি বাতিল করে দেন রাজ্যপাল ৷ একই সঙ্গে, তিনি ক্যানিং যাবেন বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন :রাজ্যপালের ডাকলেও গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার

রাজভবন সূত্রে খবর, আপাতত রাজ্যে পঞ্চায়েত ভোট চলাকালীন রাজ্যের বাইরে যাবেন না রাজ্যপাল ৷ পাশাপাশি বিভিন্ন হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কথাও আছে তাঁর ৷ তবে ভাঙড়ে যেদিন রাজ্যপাল যান, তাঁর রাস্তাতেই মিলেছিল তাজা বোমা ৷ বিরোধীদের অভিযোগ, বোমা বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটেছিলেন রাজ্যপাল ৷ ছিলেন না জেলা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিকও ৷ তাই এদিন ক্যানিংয়ে রাজ্যপালের যাওয়ার খবরে আগাম সতর্ক প্রশাসন ৷

Last Updated : Jun 17, 2023, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details