ভেসেল পরিষেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীরা গঙ্গাসাগর, 16 জানুয়ারি: গঙ্গাসাগর থেকে পুন্যার্থীদের নিয়ে ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় একটি ভেসেল ৷ প্রায় 6 ঘণ্টা পর সেই নিখোঁজ ভেসেলের হদিশ পেল জাতীয় বিপর্যয় মোকাবিলা ৷ জানা গিয়েছে, যাত্রীরা নিরাপদে রয়েছেন ৷ গঙ্গাসাগর থেকে পুন্য়ার্থীদের নিয়ে কাকদ্বীপ ফিরছিল ওই ভেসেলটি ৷ অন্ধকারের পাশাপাশি ঘন কুয়াশার কারণে সেটি দিকভ্রষ্ট হয়ে যায় ৷ খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজে নামে ৷ কিন্তু, ঘন কুয়াশার জেরে উদ্ধারকাজে সমস্যা হয় ৷
দক্ষিণ 24 পরগনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেলার বাড়ার পর কুয়াশা সরতেই ভেসেলটিকে উদ্ধার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে সকল যাত্রী এবং ভেসেলের কর্মীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, গতকালের পর আজ ফের মুড়িগঙ্গায় জল কমে যাওয়ায় ভোগান্তির শিকার হলেন যাত্রীরা ৷ সোমবার রাত থেকে প্রায় 5 ঘণ্টা ভেসেল চলাচল বন্ধ থাকে ৷ এর জেরে তীব্র ঠান্ডায় ভেসেল ঘাটেই হাজার হাজার পুণ্যার্থীকে অপেক্ষা করতে হয় ৷
যে ঘটনায় তীব্র অসন্তোষ ছড়াই সবার মধ্যে ৷ তার জেরে সরকারি গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখান গঙ্গাসাগর থেকে ফেরার ভেসেল না পাওয়া পুণ্যার্থীরা ৷ গঙ্গাসাগরের রুদ্রনগর, বাগবাজার, কৃষ্ণনগর-সহ একাধিক এলাকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ৷ তবে, ভোররাতে জোয়ার আসতেই পরিষেবা স্বাভাবিক হয় ৷ কিন্তু, কয়েকঘণ্টার মধ্যে আবার পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবার শূন্যে নেমে যায় ৷ তারই মধ্যে একটি ভেসেল পুণ্যার্থীদের নিয়ে নিখোঁজ হয়ে যায় ৷ ফলে প্রশাসনের তরফে কোনও ঝুঁকি না নিয়ে, পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷
তবে, বেলা বাড়তেই ভেসেল পরিষেবা শুরু হয়েছে ৷ পুণ্যার্থীদের নিয়ে গঙ্গাসাগর থেকে ভেসেলগুলি একে একে কাকদ্বীপ-সহ অন্যান্য ঘাটে রওনা দিয়েছে ৷ নিখোঁজ ভেসেলটিকেও উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
আরও পড়ুন:
- ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
- মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান রাজ্যের চার মন্ত্রীর
- নিরাপত্তার চাদরে ঢাকা পড়ল গঙ্গাসাগর, আকাশ-জলপথে বাড়তি নজরদারি