পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heritage Canning House : জরাজীর্ণ সুন্দরবনের ঐতিহাসিক ক্যানিং হাউজ, সংস্কারের উদ্যোগ প্রশাসনের - Lord Canning

ক্যানিং হাউজ ৷ সুন্দরবনে রাজ্য তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং বহু ঘটনার সাক্ষী বাড়িটির মালিক ছিলেন লর্ড ক্যানিং ৷ এখানে বসে ছবি আঁকতেন লেডি ক্যানিং ৷ দেশ স্বাধীন হয়েছে ৷ একসময়ের অট্টালিকা আজ ভগ্নপ্রায় ভূতুড়ে বাড়ি (Heritage Canning House) ৷ অবস্থা ফিরবে ?

Lord Canning Building
বর্তমানে ক্যানিংয়ের বাসভবন

By

Published : Jun 23, 2022, 1:16 PM IST

ক্যানিং, 23 জুন : বাড়ির দেওয়াল খসে ইট বেরিয়ে গিয়েছে ৷ কোথাও গা বেয়ে গাছ গজিয়েছে, কোথাও বা দেওয়াল বেয়ে ঝুলছে বটের ঝুরি ৷ প্রায় দু'শো বছর হবে বাড়ির বয়স ৷ এখন এই ভগ্নদশা বাড়িতে কেউ থাকে না ৷ দূর থেকে দেখলে দরজা-জানলা বিহীন ভগ্নদশা এই বাড়িকে ভূতুড়ে বাড়ি বলে মনে হয় ৷ অথচ এটি রাজ্য তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক বাড়ি ৷ কারণ বাড়ির মালিক প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং (Administrators visits Heritage Canning House in Sunderbans South 24 Parganas) ৷

তাঁর মৃত্যুর পর এ বাড়ি 'মাতলা ক্যানিং' নামেই পরিচিত হয় । কয়েক বছর আগে ঐতিহাসিক এই সৌধটি সরকারি ভাবে হেরিটেজ ঘোষণা করা হয় । সেই বিজ্ঞপ্তিও লেখা আছে বাড়ির কাছে ৷ স্থানীয়দের ক্ষোভ, হেরিটেজ ঘোষণা হওয়ার পরেও ভগ্নদশা সৌধটির কাজ শুরু হয়নি । দীর্ঘ বছর ধরে দাবি জানানো হচ্ছে, ঐতিহাসিক লর্ড ক্যানিংয়ের বাসভূমি সৌধটির সংস্কার করা হোক। এখানে এই একটি মাত্র ঐতিহাসিক সৌধ আছে ।

সৌধটি সংস্কার হলে সুন্দরবনের পর্যটকদের আনাগোনা বাড়বে ৷ এলাকার মানুষের কর্ম সংস্থান গড়ে উঠবে ।কিছুদিন আগে এই হেরিটেজ সৌধটির জমির চারদিকে লোহার খুঁটি পুঁতে, লোহার তার কাঁটা দিয়ে সীমানা করে দেওয়া হয় । এরপর সৌধটির সংস্করণে প্রাথমিক ভাবে কাজ শুরু হয় । অতীতের সব কিছু ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য হেরিটেজ দফতরের উদ্যোগ ।

সুন্দরবনে লর্ড ক্যানিয়ের অট্টালিকা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

আরও পড়ুন : হেরিটেজ হাউজকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানোর সম্মতি, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সুন্দরবনের ঐতিহাসিক হেরিটেজ লর্ড ক্যানিং-এর ভগ্নদশা বাসভূমি সৌধটি পরিদর্শনে আসেন রাজ্যের হেরিটেজ দফতরের সেক্রেটারি উমাপদ চট্টোপাধ্যায় । এছাড়া জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগের আধিকারিক অনন্যা মজুমদার, ক্যানিং-1 বিডিও শুভঙ্কর দাস, ভূমি ও ভূমি সংস্কার দফতর, পিডাব্লুডি-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা । এদিন ভগ্নদশা হেরিটেজ লর্ড ক্যানিং-এর বাসভূমির সৌধটি পরিদর্শন করেন । তবে সংস্কারের কাজ প্রসঙ্গে রাজ্য হেরিটেজ দফতরের সেক্রেটারি উমাপদ চট্টোপাধ্যায় বলেন, "হেরিটেজ সৌধটি সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে ৷ যাতে সৌধটি নষ্ট না হয়ে যায় । সৌধটি পরিদর্শন করে সম্পূর্ণ ভাবে দেখা হলো ।"

লেডি ক্যানিং মাতলা নদীর প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি আঁকতে ভালবাসতেন । তাই প্রায় সময় মাতলার প্রাকৃতিক সৌন্দর্যের টানে লেডি ক্যানিং একসময়ের এই অট্টালিকায় এসে থাকতেন ৷ লর্ড ডালহৌসি ভারত থেকে চলে গেলে 1856-র 28 ফেব্রুয়ারি তাঁর বন্ধু লর্ড ক্যানিং ভারতে আসেন । তিনি হন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় । এরপর লর্ড ক্যানিং-এর ইতিহাস শুধুই উত্তরণের । তাঁর কর্মদক্ষ শাসনে মাতলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । ফলে মাতলায় গড়ে ওঠে বন্দর, রেলপথ । এমনকী মাতলায় গড়ে ওঠে ডক, বোয়া, জেটি, ইয়াদ, গুদাম ঘর, ট্রলি লাইন, বাংলো, জাহাজ মেরামতির ডক, চালকল, ক্যানিং মিউনিসিপ্যালিটি ।

আরও পড়ুন : ভারতীয় সেনার অজানা ইতিহাস বলবে এই মিউজিয়াম

ABOUT THE AUTHOR

...view details