পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Pradhan Corruption Case: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা, হাইকোর্টে নির্দেশে পরিদর্শনে প্রশাসনিক কর্তারা - Panchayat Pradhan corruption

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা হয় (Panchayat Pradhan Corruption Case) ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্তে গেলেন প্রশাসনিক আধিকারিকেরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির ৷

Administrative officials investigate Panchayat Pradhan corruption following orders of HC
Panchayat Pradhan Corruption Case

By

Published : Sep 8, 2022, 2:07 PM IST

ডায়মন্ড হারবার, 8 সেপ্টেম্বর: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ (corruption allegation against Panchayat Pradhan) তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন এলাকার বাসিন্দারা । ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে তদন্ত গেলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা ।

এই প্রসঙ্গে মামলাকারী বাকিবুল্লা মিস্ত্রী বলেন, "ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় কোটি টাকার দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান । 100 দিনের থেকে শুরু করে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পানীয় জলের নলকূপ তৈরি-সহ 8টি কাজের টাকা তছরূপ করেছেন প্রধান ।"

হাইকোর্টে নির্দেশে পরিদর্শনে প্রশাসনিক কর্তারা

আর এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকায় গিয়ে ঘটনার তদন্ত করেন । ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) বলেন, "হাইকোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে এসেছি ৷ সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখার পর তদন্তের রিপোর্ট জেলা প্রশাসন ও হাইকোর্টে জমা করা হবে ।"

আরও পড়ুন:বিষ খেয়ে আত্মঘাতী পঞ্চায়েত উপপ্রধান, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

তবে মথুরাপুর-2 ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহানা খাতুন বলেন, "পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা চক্রান্ত করে ঘটানো হচ্ছে । প্রশাসনিক আধিকারিকেরা তদন্তে এসেছেন ৷ সবটাই তদন্ত করে দেখেছেন । অভিযোগকারীদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে অভিযোগ করা হচ্ছে তার সবটাই কাজ করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details