কাকদ্বীপ, 8 অগস্ট: নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী 24 ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে । নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Administrative meeting in caution of depression at Kakdwip) ৷ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি।
তাই দুর্যোগ মোকাবিলায় সোমবার কাকদ্বীপ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ প্রতিমন্ত্রী সামীনা ইয়াসমিন ও কাকদ্বীপ মহকুমারের সেচ দফতরের আধিকারিকেরা। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক চলে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফলায় সুন্দরবনের নদী গুলিতে জলস্ফীতি দেখা দেওয়ার আশঙ্কা । ইতিমধ্যেই নিম্নচাপের জেরে বিস্তীর্ণ অঞ্চলে মাটির নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কিত সুন্দরবনবাসী।