ডায়মন্ড হারবার, 11 মে : সামনেই খুশির ঈদ ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উৎসবকে ঘিরে চিন্তায় প্রশাসন ৷ জমায়েত ছাড়াই যাতে ঈদ উদযাপন করা হয় তা নিয়ে মসজিদ কমিটিগুলির সঙ্গে বৈঠক করে দক্ষিণ 24 পরগনার পুলিশ প্রশাসন ৷
আজ ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, কাকদ্বীপ, নামখানা, ক্যানিং সহ বিভিন্ন থানাগুলিতে মসজিদ কমিটির সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন । বৈঠকের মূল বিষয়বস্তু ছিল করোনা সংক্রমণ রুখতে ঈদের উৎসবে জমায়েত ছাড়া উৎসব উদযাপন করা । সংক্রমণ রুখতে প্রশাসনের ডাকে সাড়া দিয়েছে মসজিদ কমিটি । মসজিদ কমিটি বলে, ভারতে যেভাবে করোনা মারণ থাবায় একের পর এক প্রিয়জন হারাচ্ছে তাতে জমায়েত ছাড়াই ঈদ উৎসব উদযাপন করা হবে ।
আরও পড়ুন :পরিবারকে করোনা আক্রান্ত করার ভয়ে কর্নাটকে আত্মঘাতী দুই
রাজ্যে দিনে বেড়ে চলেছে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ । বাড়ছে আক্রান্ত। পিছিয়ে নেই মৃত্যু-মিছিল । রাজ্যজুড়ে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা পাশাপাশি জারি করেছে রাজ্য সরকার । অন্যান্য বছরের এরকম সময় ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড় দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বাজারগুলিতে চোখে পড়ে । কিন্তু করোনার মারণ থাবায় তা বন্ধ । ঈদের জমায়েতে রাশ টানতে বিভিন্ন মসজিদ কমিটির সঙ্গে বৈঠকে বসে পুলিশ প্রশাসন । পুলিশ প্রশাসনের অনুরোধ, জমায়েত ছাড়াই পবিত্র ঈদ উদযাপন করা হোক । করোনার সংক্রমণ রুখতে ঈদের জয়াতের উপর রাশ টানতে কার্যত বাধ্য পুলিশ প্রশাসন । পুলিশ প্রশাসনের আশঙ্কা, ঈদের জামাতের সময় প্রচুর মানুষ নমাজ পড়তে ভিড় জমাতে পারে জেলার বিভিন্ন মসজিদগুলিতে ৷ পবিত্র নমাজ শেষে কোলাকুলি ও ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় ইসলাম সম্প্রদায়ের মানুষ । প্রশাসনের আশঙ্কা এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে ৷ এই কারণে জমায়েত ছাড়া উদযাপন করা হোক উৎসবগুলি ।