নামখানা, 19 জুলাই : রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলির মতো দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের বকখালি, ফ্রেজারগঞ্জ এবং মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্রগুলিতে চালু হল করোনা বিধি । এবার থেকে বকখালি-সহ সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে গেলে দেখাতে হবে দু’টি ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র বা 48 ঘণ্টা আগে করা আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট । এ নিয়ে নামখানা ব্লক প্রশাসন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ।
নামখানা থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশকর্মীরা নামখানা ঢোকার মুখে নামখানা সেতুর উপর নাকা তল্লাশি চালায় । বকখালি, ফ্রেজারগঞ্জ এবং মৌসুনিতে বেড়াতে আসা পর্যটকদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । নিয়ম অনুযায়ী শংসাপত্র না দেখাতে পারলে পর্যটকদের ফেরতও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । যদিও অনেক পর্যটকই এই নিয়ম জানেন না বলে অভিযোগ করেছেন ।
অন্যদিকে সাগরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য বকখালি এবং ফ্রেজারগঞ্জের হোটেল এবং লজ মালিকদের নিয়ে বৈঠক করেন । সেই বৈঠকে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় হোটেল মালিকদের । কোভিডবিধি না মানলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । এসডিপিও নিজেও রবিবার দীর্ঘক্ষণ বকখালির সৈকতে ছিলেন । তিনি পর্যটকদের মাস্ক পরার বিষয়টি নিয়ে প্রচারও করেন ।