সোনারপুর, 12 মে : ব্যাক্তিগত উদ্যোগে সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী তথা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অঞ্জনা বসু ৷ সোনারপুর 2 নম্বর অঞ্চলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন তিনি ৷
সোনারপুরে বিজেপি কর্মীদের পাশে অঞ্জনা বসু - BJP workers who are effected by post poll violence
এই কেন্দ্রে থেকে বিজেপি প্রার্থী হিসেবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন অঞ্জনা বসু ৷ নির্বাচনের ফলাফল প্রকাশের পর এলাকার হয়েছে ভোট পরবর্তী হিংসা ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক ৷ অনেকেই কর্মহীন ৷ তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷
![সোনারপুরে বিজেপি কর্মীদের পাশে অঞ্জনা বসু বিজেপি কর্মীদের পাশে অঞ্জনা বসু](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11729338-63-11729338-1620798173217.jpg)
এই কেন্দ্রে থেকে বিজেপি প্রার্থী হিসেবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন অঞ্জনা বসু ৷ নির্বাচনের ফলাফল প্রকাশের পর এলাকার হয়েছে ভোট পরবর্তী হিংসা ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক ৷ অনেকেই কর্মহীন ৷ তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তাঁরা ৷ বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে ৷ এই অবস্থায় তাদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী তুলে দিলেন অঞ্জনা বসু ৷
অঞ্জনাকে পাশে পেয়ে নিজেদের দুর্দশার কথা জানান বিজেপি কর্মীরাও ৷ ফলাফল ঘোষণার পর কোনও বিজেপি নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷ এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন এই বিজেপি নেত্রী ৷
TAGGED:
post poll violence