পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Acid Attack: বেড়াতে গিয়ে স্ত্রীর উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

সম্পর্কের টানাপোড়েনের জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর ৷ নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:05 PM IST

ডায়মন্ড হারবার, 31 অক্টোবর: সম্পর্কের টানাপোড়েন চলছিল। তার জেরে স্ত্রীয়ের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগরের কাছে হুগলি নদীর তীরে। অ্যাসিড হামলায় গুরুতর আহত হয়েছেন বছর 36-র গৃহবধূ। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

জেলার এসডিপিও মিতুন কুমার দে জানান, অভিযোগ সম্পর্কের টানাপোড়েনের জেরে অভিযুক্ত স্বামী, ডায়মন্ড হারবারে হুগলি নদীর তীরে বেড়াতে আসা স্ত্রীর উপরে হামলা করেন ৷ এরপরেই অতর্কিতে স্ত্রীর উপর অ্যাসিড হামলা করেন অভিযুক্ত স্বামী ৷ ঘটনায় স্ত্রীর পাশাপাশি জখম হন স্বামীও ৷ দুজনকেই ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী ৷ পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল উদ্ধার করেছে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা ঘটার সময় হুগলি নদীর তীরে পর্যটকদেরও ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকলেই নদীর তীরে বেড়াচ্ছিলেন ৷ আচমকাই এক মহিলার চিৎকার শুনতে পান সকলে ৷ স্থানীয় বাসিন্দারা দৌড়ে গিয়ে দেখতে পান, 117 নম্বর জাতীয় সড়কের ফুটপাতে ওপর পড়ে এক মহিলা ছটফট করছেন। তড়িঘড়ি অ্যাসিড আক্রান্ত নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই পৌঁছায় পুলিশ ৷

আরও পড়ুন: ছাত্রের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ, ব্যবসায়ীর ছেলেকে খুন যুবকের !

জানা গিয়েছে, নির্যাতিতার বাবার বাড়ি মুর্শিদাবাদে। তাঁর সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দার বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। কিন্তু নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে ওই গৃহবধূ অন্যত্র থাকছিলেন। এদিন ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই তাঁর পিছু নেন স্বামীও। এরপরই আচমকাই ফাঁকা জায়গায় স্ত্রী-কে লক্ষ্য করে কার্বোলিক অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে।

ABOUT THE AUTHOR

...view details