কাশীপুর , 20 মে : ছিনতাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতী । পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার কাশীপুরের ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মাসুরা খাতুন বুধবার ব্যাংকে প্রায় 34 হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে সোনপুরে যাচ্ছিলেন । সেই সময় বাইক করে দুই দুষ্কৃতী এসে টাকার ব্যাগ-সহ মাসুরার ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । মাসুরা খাতুন কাশীপুর থানার অভিযোগ করেন ।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশীপুর থানার পুলিশ তল্লাশি শুরু করে । ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । সেই সিসিটিভি ফুটেজ থেকেই ছিনতাইকারীদের চিহ্নিত করা হয় । তারপর তাদের ধরতে তল্লাশি অভিযান চালায় শুরু হয় ।