পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিপিএমের দেওয়ালে এবিভিপির পোস্টার ! - দলীয় কার্যালয়

সিপিএমের দলীয় কার্যালয়ে পোস্টার লাগানোর অভিযোগ এবিভিপির বিরুদ্ধে ৷ ডায়মন্ড হারবারের ঘটনায় অভিযোগ অস্বীকর আরএসএসের ছাত্র সংগঠনের ৷ তাদের পালটা দাবি, প্রচারে আসতে নাটক করছে সিপিএম ৷

The CPM's party office in Diamond Harbor is abuzz with ABVP posters
সিপিএমের দেওয়ালে এবিভিপির পোস্টার !

By

Published : Feb 21, 2021, 4:14 PM IST

ডায়মন্ড হারবার, 21 ফেব্রুয়ারি: সিপিএমের দলীয় কার্যালয় ৷ এদিকে, তারই দেওয়ালে কি না সাঁটা রয়েছে এবিভিপি-র পোস্টার ! ডায়মন্ড হারবারের ঘটনায় শুরু জোর জল্পনা ৷

রবিবার সকালে স্থানীয় পুরসভার 13 নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোডের দলীয় কার্যালয়ের দেওয়ালে এবিভিপির পোস্টার দেখতে পান সিপিএম কর্মীরা। তবে শুধুমাত্র সিপিএমের পার্টি অফিসেই নয়, চারপাশের দেওয়ালগুলিতেও এবিভিপির পোস্টার দেখা গিয়েছে।

সিপিএমের অভিযোগ, পার্টি অফিস দখলের চেষ্টা করছে বিজেপি। তাই এবিভিপি-কে দিয়ে এই কাজ করিয়েছে তারা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে জেলা সিপিএমের পক্ষ থেকে। এদিকে, সিপিএমের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এবিভিপির সঙ্গে বিজেপির সাংগঠনিক যোগ নেই। প্রচারের আলোয় আসতেই সিপিএম নাটক করছে ৷

সিপিএমের জেলা কমিটির সদস্য সমর নাইয়া বলেন, ‘‘ডায়মন্ড হারবারের সিপিএমের জেলা কমিটির অফিসে এবিভিপি পোস্টার মেরেছে ৷ ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিবেশকে এরা নষ্ট করার চেষ্টা করছে । আগে তৃণমূলও এমনটাই করত ৷ এখন নতুন সংযোজন হয়েছে বিজেপি। বিজেপির উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তৃণমূল যেভাবে সিপিএমের পার্টি অফিস দখল করেছিল, সেই একই কায়দায় এবিভিপিও সিপিএমের পার্টি অফিস দখল করার চেষ্টা করছে।’’

আরও পড়ুন:দেওয়াল দখল ঘিরে অনুব্রতর গড়ে হাতাহাতি বিজেপি-তৃণমূলে

এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সভানেত্রী সংঘমিত্রা নিয়োগী বলেন, ‘‘আমরা কোনও সিপিএমের পার্টি অফিসে পোস্টার লাগাইনি। আমরা তৃণমূলের মতো পার্টি অফিস দখলের রাজনীতি করি না। আমরা শুধুমাত্র স্কুল-কলেজ ও ডায়মন্ড হারবার স্টেশন লাগোয়া চত্বরে পোস্টারিং করেছি।’’

ABOUT THE AUTHOR

...view details