কাকদ্বীপ, 25 মে : ঝড়-বৃষ্টি মাথায় করে সারা রাত ধরে ভেসেলের জন্য অপেক্ষা । প্রশাসনের আশ্বাস পেলেও ব্যবস্থা হয়নি । এই অবস্থায় বাড়ি ফিরতে না পেরে মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় 100 জন পরিযায়ী শ্রমিক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ফেরিঘাটে ।
ঘূর্ণিঝড় যশ আসার আগে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা গঙ্গাসাগরে ফিরছিলেন । কিন্তু সোমবার রাতে তাঁরা গঙ্গাসাগর যাওয়ার একমাত্র রাস্তা কাকদ্বীপের লট এইট ঘাটে এসে আটকে পড়েন । সেখানে রাত 9টা থেকে কোনও ভেসেল পরিষেবা না পেয়ে ঘাটেই রাত কাটিয়েছেন । প্রশাসনের পক্ষ থেকে সকালে ভেসেল দেওয়ার আশ্বাস দিলেও খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি । এদিকে মঙ্গলবার সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও, তাঁরা খোলা আকাশের নিচে ঠায় দাঁড়িয়ে আছেন । সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে । এদিকে গত রাত থেকে অভুক্ত ওই পরিযায়ী শ্রমিকরা । তার মধ্যে বৃষ্টিতে তাঁদের জিনিসপত্রও ভিজে গিয়েছে ।