পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dol Utsav 2022 : রংয়ের তুলনায় চাহিদা বেশি, আবির তৈরিতে ব্যস্ত শ্রমিকরা - Abir is in more demand than chemical colours this year in South 24 Parganas

গত দু'বছরে করোনার জেরে আবির ব্যবসায় আর্থিক ধাক্কা খাওয়ার পর এবছর স্বাভাবিক হতে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা আবির ব্যবসায়ীরা (Abir is in demand in South 24 Parganas) । প্রয়োজনের সঙ্গে জোগান দিতে প্রস্তুত আবির কারখানার শ্রমিকরা ।

abir demand
এবছর রংয়ের তুলনায় আবিরের চাহিদা বেশি দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়

By

Published : Mar 16, 2022, 10:41 PM IST

ডায়মন্ড হারবার, 16 মার্চ : মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । বসন্ত উৎসবের প্রস্তুতি এখন চলছে জোরকদমে । দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের আচনা গ্রামে নাওয়া-খাওয়া ভুলে আবির তৈরিতে ব্যস্ত আবির কারখানার শ্রমিকরা (Labourers Making Abir for Dol Utsav)। গত দু'বছর হোলির আনন্দ ভুলিয়ে দিয়েছে করোনা । করোনার জেরে ব্যবসাতে আর্থিক ধাক্কা খেয়েছে আবির ব্যবসায়ীরা । অবশেষে করোনার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা আবির ব্যবসা ।

প্রতিবছর দোল ও হোলিতে আবিরের রংয়েই রঙিন হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত । কিন্তু গত দু'বছরে বদলে গিয়েছে ছবি । কার্যত বেরঙিন হয়ে উঠেছে জেলার আবির ব্যবসায়ীদের জীবন । কারণ করোনাকালের সেভাবে হয়নি রং খেলা । তবে এবার করোনার দাপট অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ফের চাহিদা বেড়েছে আবিরের । কার্যত সেই আবিরের বিপুল চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন আবির কারখানার শ্রমিকরা ।

এবছর রংয়ের তুলনায় আবিরের চাহিদা বেশি দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়

আরও পড়ুন :Women Holi In Raiganj : ছেলেরাই কেন করবে সব মজা, দোলের আগেই রংয়ের খেলায় মাতলেন রায়গঞ্জের গৃহবধূরা

জানা গিয়েছে, এবছর রং-এর তুলনায় আবিরের অনেকটাই চাহিদা বেড়েছে । তাই বিলম্ব করার সময় নেই। মন্দিরবাজারের আচনা গ্রামে তাই এখন চরম ব্যস্ততা । আবির প্রস্তুতকারী কৃষ্ণেন্দু পুরকাইত বলেন, "দু'বছর করোনার জেরে ব্যবসা খুবই খারাপ । তেমনভাবে কোনও অর্ডার আসেনি । কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই এ বছর আবার ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা । ইতিমধ্যেই কলকাতা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে এসেছে অর্ডার । তাই দিনরাত এক করে কাজ চলছে । রং-এর তুলনায় আবিরের চাহিদা অনেক বেশি । রাসায়নিক মেশানো রং-এ মানুষের ত্বকের অনেক সমস্যা হয় । কিন্তু আমাদের এই আবির ব্যবহার করলে ত্বকের কোনও সমস্যা হয় না । আমরা এখানে মোট সাতটি রংয়ের আবির তৈরি করি । তবে এটা মাত্র কয়েকটা মাসেরই ব্যবসা । বসন্ত উৎসব শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে আবির তৈরির কাজ, আবার আমরা চাষবাসে ফিরে যাব ।"

আরও পড়ুন : Holi In Santiniketan 2022 : এবারও বিশ্বভারতীতে বসন্ত উৎসবে বেড়ি, প্রশাসনকে দুষলেন উপাচার্য
এদিকে জমে উঠেছে দক্ষিণ 24 পরগনার জেলার রং-এর বাজার । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বাজারগুলিতে রংয়ের পসার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দু'বছর তেমন ব্যবসা হয়নি । বড়সড় ব্যবসায় লোকসানের সম্মুখীন হতে হয়েছে । এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার পসরা সাজিয়ে বসেছে । মানুষের মধ্যে রং এর তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে । কিন্তু আবিরের দাম প্রায় আকাশ ছুঁয়েছে । গত দু'বছর আগে যে আবির 7-10 টাকা শয়ে বিক্রি হতো সেই আবির বিকোচ্ছে 12-15 টাকায় ।

ABOUT THE AUTHOR

...view details