ডায়মন্ডহারবার, 16 অক্টোবর: উৎসবের মরশুমে তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার ডায়মন্ডহারবার বিধানসভার সরিষা হাইস্কুল মাঠে উৎসবের উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন অভিষেক ৷ সেখান থেকেই এদিন তিনি ফের একশো দিনের কাজে প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সরব হন ৷ কেন্দ্রকে হুঁশিয়ারির সুরে অভিষেক এদিন বলেন, "রাজ্যকে একশো দিনের বকেয়া টাকা দেওয়ার দাবিতে সম্প্রতি দিল্লিতে যে আন্দোলন সংঘটিত করেছে তৃণমূল কংগ্রেস, তা ট্রেলার ছিল । 31 অক্টোবরের পর থেকে সিনেমা দেখাব আমরা ।"
সম্প্রতি একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে, দিল্লিতে চলতি মাসের শুরুতেই বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস । পরবর্তীতে কলকাতায় রাজভবনের সামনেও এই ইস্যুতে ধরনায় বসেন অভিষেক ৷ পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করার পর, 5 দিনের মাথায় ধরনা প্রত্যাহার করেন অভিষেক ৷ এই প্রসঙ্গই এদিন উঠে এসেছে ডায়মন্ডহারবারের সাংসদের গলায় ৷
তিনি বলেন, "বাংলার মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার । বাংলার মানুষের 100 দিনের টাকার দাবিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন কর্মসূচিতে নেমেছে তা দেখে ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার । বাংলার মানুষের টাকা আদায়ের জন্য তৃণমূল কংগ্রেসকে যতদূর পর্যন্ত যেতে হয় তৃণমূল কংগ্রেস ততদূর পর্যন্ত যাবে। বাংলার মানুষকে অবহেলিত ও বঞ্চিত করছে কেন্দ্র সরকার ।"