পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: '... অক্টোবরের পর সিনেমা দেখাব', একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের হুঁশিয়ারি অভিষেকের - Abhishek Banerjee slams central government

একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা আদায় ইস্যুতে সোমবার তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 7:28 PM IST

Updated : Oct 16, 2023, 7:36 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ডায়মন্ডহারবার, 16 অক্টোবর: উৎসবের মরশুমে তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার ডায়মন্ডহারবার বিধানসভার সরিষা হাইস্কুল মাঠে উৎসবের উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন অভিষেক ৷ সেখান থেকেই এদিন তিনি ফের একশো দিনের কাজে প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সরব হন ৷ কেন্দ্রকে হুঁশিয়ারির সুরে অভিষেক এদিন বলেন, "রাজ্যকে একশো দিনের বকেয়া টাকা দেওয়ার দাবিতে সম্প্রতি দিল্লিতে যে আন্দোলন সংঘটিত করেছে তৃণমূল কংগ্রেস, তা ট্রেলার ছিল । 31 অক্টোবরের পর থেকে সিনেমা দেখাব আমরা ।"

সম্প্রতি একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে, দিল্লিতে চলতি মাসের শুরুতেই বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস । পরবর্তীতে কলকাতায় রাজভবনের সামনেও এই ইস্যুতে ধরনায় বসেন অভিষেক ৷ পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করার পর, 5 দিনের মাথায় ধরনা প্রত্যাহার করেন অভিষেক ৷ এই প্রসঙ্গই এদিন উঠে এসেছে ডায়মন্ডহারবারের সাংসদের গলায় ৷

তিনি বলেন, "বাংলার মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার । বাংলার মানুষের 100 দিনের টাকার দাবিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন কর্মসূচিতে নেমেছে তা দেখে ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার । বাংলার মানুষের টাকা আদায়ের জন্য তৃণমূল কংগ্রেসকে যতদূর পর্যন্ত যেতে হয় তৃণমূল কংগ্রেস ততদূর পর্যন্ত যাবে। বাংলার মানুষকে অবহেলিত ও বঞ্চিত করছে কেন্দ্র সরকার ।"

এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, গত লোকসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য বিজেপির একাধিক হেভিওয়েট নেতা ডায়মন্ডহারবারে ঘাঁটি গেড়ে বসেছিল । কিন্তু মানুষের আশীর্বাদে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন ৷ তাঁর কথায়, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক জনসভা থেকে আমাকে তীব্র আক্রমণ করেছিলেন । কেন্দ্রের সেই বাড়া ভাতে ছাই আপনারাই দিয়েছেন । আগামী লোকসভা নির্বাচনে গত বছরের তুলনায় এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান আরও দ্বিগুণ করতে হবে।"

আরও পড়ুন: এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার বিধানসভার তৃণমূলের অবজারভার শামিম আহমেদ, ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন সহ তৃণমূলের একাধিক তৃণমূল নেতা ৷ এদিন উৎসবের উপহার হিসেবে প্রায় সাড়ে তিন হাজার মানুষের হাতে নতুন বস্তু তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের পর ডায়মন্ডহারবার বিধানসভার মশাট হাসপাতাল মাঠে আরেকটি অনুষ্ঠানে যোগদান করেন অভিষেক ।

Last Updated : Oct 16, 2023, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details