পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee : বিজেপি কথা রাখে না, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে রাখেন : অভিষেক - দক্ষিণ 24 পরগনা

30 অক্টোবর 4টি কেন্দ্রে উপনির্বাচন ৷ আজ সেই প্রচারের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোসাবা কেন্দ্র দিয়ে ৷ সেখানে উপস্থিত কর্মী-সমর্থক আর বিরোধী পক্ষকে বুঝিয়ে দিলেন কেন্দ্রের প্রার্থী নয়, নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে দেখেই পরিবর্তন আনতে মানুষ ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 23, 2021, 2:51 PM IST

গোসাবা, 23 অক্টোবর : 30 অক্টোবর 4টি কেন্দ্রে উপনির্বাচন ৷ আজ তার প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুরু করলেন গোসাবা কেন্দ্র দিয়ে ৷ সেখানে উপস্থিত কর্মী-সমর্থক আর বিরোধী পক্ষকে বুঝিয়ে দিলেন কেন্দ্রের প্রার্থী নয়, নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে দেখেই পরিবর্তন আনতে মানুষ ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ৷ তিনি বলেন, "গোসাবার প্রার্থী সুব্রত মণ্ডল নন, মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

উত্তরের রাজনীতি এ রাজ্যে চলবে না বলে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন অভিষেক ৷ এলাকাবাসীকে জানালেন বিজেপি কথা দিয়ে কথা রাখে না ৷ আর তাই ভোটে জিতেও একের পর এক বিধায়ক বিজেপি দল ছাড়ছে ৷ উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷

মোদি সরকারের নোটবন্দি (Demonetisation) বিফলে গিয়েছে, কোনও লাভ হয়নি ৷ জিএসটিও ঠিকমতো কার্যকর করা হয়নি ৷ তাই আজ দেশের অর্থনীতি ধুঁকছে ৷ এই পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষকে আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ ৷ কারণ তৃণমূল নেত্রী কথা দিয়ে কথা রাখেন, দাবি অভিষেকের ৷

আরও পড়ুন : Mamata Banerjee: পাহাড় সফরে মমতা, দলকে চাঙ্গা করার প্রস্তুতি শুরু তৃণমূলের

মঞ্চে উপস্থিত জনতাকে জানালেন চারদিকে শোনা যাচ্ছে 'দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতা জ্যায়সি হো' স্লোগান ৷ তাই এ উপনির্বাচন শুধুমাত্র গোসাবা কেন্দ্রের নয়, ভারতকে রক্ষা করার জন্য ৷ মানুষকে তিনি অনুরোধ করলেন যেন কংগ্রেস আর সিপিএম-কে ভোট দিয়ে তাঁরা ভোট নষ্ট না করেন ৷ বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সুব্রত মণ্ডলকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে এলাকাবাসীকে উজ্জীবিত করলেন অভিষেক ৷

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় এবং সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে ধাক্কা খেয়েছে বিজেপি ৷ সম্প্রতি ত্রিপুরা আর গোয়াতেও তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করেছে ৷ ত্রিপুরায় গিয়ে বারে বারে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতৃত্ব ৷ গতকাল সুস্মিতা দেবের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে ত্রিপুরায় পুরভোটে অংশ নেবে তৃণমূল কংগ্রেস ৷ আর আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল নেত্রী 28 অক্টোবর গোয়া যাচ্ছেন ৷

গোসাবা বিধানসভা কেন্দ্রে সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির পলাশ রানা ৷ তিনিও একসময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ৷ 2019-এর লোকসভা নির্বাচনের পর দল বদলে গেরুয়া শিবিরে যোগ দেন ৷ তবে আজকের প্রচারে বিরোধী শিবিরকে কার্যত চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details