পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: যাকে তাকে প্রার্থী করা চলবে না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধায়কদের নির্দেশ অভিষেকের - পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধায়কদের নির্দেশ অভিষেকের

ডায়মন্ড হারবারে দলীয় বৈঠকে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন নিয়ে বিধায়কদের একাধিক নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)৷

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধায়কদের নির্দেশ অভিষেকের

By

Published : Nov 4, 2022, 11:06 PM IST

ডায়মন্ড হারবার, 4 নভেম্বর:দুয়ারে পঞ্চায়েত ভোট । পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবার রাজনৈতিক ময়দানে নেমে পরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দক্ষিণ 24 পরগনার আমতলায় শুক্রবার দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন ডায়মন্ড হারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee Ordered to the MLAs About Panchayat Election Candidate Nomination)।

এদিনের বৈঠকে তিনি বিধায়কদের নির্দেশ দিয়ে জানান, যাকে তাকে প্রার্থী করা চলবে না ৷ পঞ্চায়েত ভোট যেন শান্তিপূর্ণ হয় । এখন থেকে ছোট ছোট সভা করতে হবে ৷ কালীপুজোর দিন আমেরিকা থেকে চিকিৎসার করে ফেরার পর এদিন নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় দলীয় কার্যালয় বিজয়ী সম্মিলনীতে যোগ দেন অভিষেক । দলের কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ 24 পরগনার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকও সেরে নেন তিনি(Abhishek Banerjee on Panchayat Election 2022)।

আরও পড়ুন :চাকরির বিনিময়ে তরুণীকে কুপ্রস্তাব, দাঁইহাটের পৌরপ্রধানকে পদত্য়াগ করতে বললেন অভিষেক

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে একসঙ্গে লড়ার বার্তা দিয়েছেন অভিষেক । তাঁর নির্দেশ, পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে করতে হবে । এখন থেকে ছোট ছোট সভা করে প্রচার নেমে পড়ুন । আর প্রার্থী বাছাই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, যাকে তাকে প্রার্থী করা যাবে না । বুথে বসে প্রার্থী ঠিক করতে হবে । এরপর চূড়ান্ত অনুমোদন দেবে শীর্ষ নেতৃত্ব । স্রেফ দলীয় বৈঠক নয়, ডিসেম্বরের শুরুতেই কাঁথিতে সভাও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে । ইতিমধ্যেই 22 জেলায় আসন পুনর্বিন্য়াসের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । কমিশন সূত্রে জানা গিয়েছে, 9 নভেম্বর পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে । সেই তালিকা সংশোধনের কাজ চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । চূড়ান্ত ভোটার তালিকা 5 জানুয়ারি প্রকাশ করা হবে । ওই তালিকা দিয়েই পঞ্চায়েত ভোট হবে ৷

আরও পড়ুন :অস্ত্রোপচারের পর প্রথম কর্মসূচি, আজ ডায়মন্ড হারবারে নজরে অভিষেক

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details