পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek on Didir Surksha Kawach: দাবি পূরণের আশা আছে বলেই ক্ষোভ দেখাচ্ছে মানুষ, মত অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিদির সুরক্ষা কবচ (Didir Surksha Kawach) কর্মসূচিতে দিদির দূত হয়ে হাজির হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের ৷ এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিচলিত নন, তা তিনি শনিবার বুঝিয়ে দিলেন ৷

Abhishek on Didir Surksha Kawach
Abhishek on Didir Surksha Kawach

By

Published : Jan 28, 2023, 8:40 PM IST

দাবি পূরণের আশা আছে বলেই ক্ষোভ দেখাচ্ছে মানুষ, মত অভিষেকের

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 28 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ নিয়ে এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের । দিদির দূত (Didir Doot) হয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের (Trinamool Congress) জনপ্রতিনিধিদের । জেলায় জেলায় এই দৃশ্য ধরা পড়েছে বিগত কিছুদিনে । আর তা নিয়ে খোঁচাও দিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি । সংবাদমাধ্যমে সেই নিয়ে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ হয়েছে । এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘নিশ্চিতভাবে মানুষ ক্ষোভ উগরাবে । কেন উগরাবে না ? মানুষ যাঁর থেকে আশা করে, তাঁকে ভোট দেয় । তৃণমূলের কাছে ক্ষোভ উগরাবে না তো কি বিজেপির (BJP) কাছে উগরাবে ?’’ সেই সঙ্গে অভিষেকের আরও জানান, বিজেপি মানুষের কাছে যায় না । তারা সাধারণ মানুষের নাগালের বাইরে । তাদের কাছে মানুষ ক্ষোভের কথা জানাবে কীভাবে ? তাই যে মানুষের কাছে যাবে, মানুষ তো তার সঙ্গেই কথা বলবে । তৃণমূল কংগ্রেস শিবির যে শুধু ভোটের সময় নয়, সারা বছরই মানুষের সঙ্গে থাকে, সেই কথাও এদিন বুঝিয়ে দেন অভিষেক ।

2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে । আর তার পরের বছরেই অর্থাৎ 2022 সালেই যে তৃণমূল মানুষের কাছে পৌঁছে গিয়েছে, সেই কথাও এদিন উঠে আসে অভিষেকের কথায় । তিনি বলেন, ‘‘কেন মানুষের কাছে যাব না ? মানুষের দ্বারা আমরা নির্বাচিত । মানুষের জন্য প্রতিপদে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর । আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নোয়াব না । আমরা বাংলার খেটে খাওয়া মানুষের কাছে মাথা নিচু করব । তাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কাছে মানুষ তাঁদের ক্ষোভের কথা, তাঁদের মতামত জানিয়েছেন ।’’

তৃণমূলের নেতা-কর্মীরা, যাঁরা দিদির সুরক্ষাকবচ কর্মসূচির সঙ্গে যুক্ত, তাঁদের উদ্দেশে অভিষেক বিচলিত না হওয়ার পরামর্শ দেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমি নিজেও দিদির সুরক্ষা কবচ করব । আমরা শুধু ভোটের সময়ে মানুষের কাছে আসি না । আমরা ভোটপাখি নই ।’’

আরও পড়ুন:ছবি বিতর্কে হিরণকে আইনি লড়াইয়ের পরামর্শ অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details