মহেশতলা, 1 এপ্রিল : "কালীপুজোর সময় দেখবেন শ্যামা পোকার আনাগোনা হয়। দীপাবলি হয়ে গেলে শ্যামা পোকাকে আর দেখা যায় না। ভোট হয়ে যায় BJP, কংগ্রেস এবং CPI(M) কে আর দেখা যায় না।" আসন্ন নির্বাচনে তৃণমূলের জয় যে সুনিশ্চিত তা স্পষ্ট করতে গতকাল মহেশতলার বাটানগর স্টেডিয়ামে এই মন্তব্য করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি।
তিনি বলেন, "চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। ভোটের বাক্সে মানুষ জবাব দেবে। কেউ যদি ভাবে মিথ্যা কথা বলে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করা যাবে, আমি বলি আমার শুভেচ্ছা রইল।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "কার ফ্রিজে পাঁঠার মাংস, আর কার গোরুর মাংস সেই খবর নরেন্দ্র মোদির কাছে আছে। কিন্তু কাশ্মীরের সীমানা দিয়ে সাড়ে 300 কেজি RDX ঢুকিয়ে 4০ জন জওয়ানকে উড়িয়ে দিল সেই খবর আমাদের প্রধানমন্ত্রীর কাছে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। জওয়ানরা যখন মারা যাচ্ছেন, তখন আপনার মুখে কথা নেই। সেনা যখন ভালো কাজ করছে আপনি ক্রেডিট নিয়ে চলে যাচ্ছেন। বৈজ্ঞানিকরা ভালো কাজ করছে আর ক্রেডিট নিচ্ছেন আপনি। তারা করলে ক্যারেক্টর ঢিলা আর আপনি করলে রামলীলা। এটা তো হতে পারে না। মহেশতলা উপনির্বাচনে দুলাল দাস ৬২ হাজার ভোটে জয়ী হয়েছেন। বিরোধীরা কেউ অভিযোগ করতে পারেনি। আমি মনে করি আগামীদিনে ডায়মন্ডহারবার কেন্দ্রে 6 লাখের ব্যবধানে আমরা জিতব।"